ঢাকা, সোমবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০৩ মার্চ ২০২৫, ০২ রমজান ১৪৪৬

আইন ও আদালত

পা দিয়ে মাখানো ময়দার খামিরে বিস্কুট, ২ বেকারির জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
পা দিয়ে মাখানো ময়দার খামিরে বিস্কুট, ২ বেকারির জরিমানা

হবিগঞ্জ: অস্বাস্থ্যকর পরিবেশ এবং পা দিয়ে মাখানো ময়দার খামিরে বিস্কুট তৈরির অপরাধে হবিগঞ্জের বাহুবল উপজেলার দুই বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক আল আমিন এই অভিযান পরিচালনা করেন।
 
বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, অভিযানকালে বাংলা ফুডস বেকারিকে ১০ হাজার এবং গাউছিয়া বেকারিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

 

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।