ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

আইন ও আদালত

উচ্চ মাধ্যমিকে ভিকারুন নিসার ভর্তিও নিজস্ব পদ্ধতিতে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৯ ঘণ্টা, মে ১৬, ২০১৭
উচ্চ মাধ্যমিকে ভিকারুন নিসার ভর্তিও নিজস্ব পদ্ধতিতে ভিকারুন নিসা নূন স্কুল ও কলেজ (ফাইল ফটো)

ঢাকা: উচ্চ মাধ্যমিকে ভর্তিতে ভিকারুন নিসা নূন কলেজের ক্ষেত্রেও শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা স্থগিত করেছেন হাইকোর্ট।

ফলে উচ্চ মাধ্যমিকে নিজস্ব পদ্ধতিতে ভর্তি কার‌্যক্রম চালাতে পারবে রাজধানীর এ কলেজটিও।     

এক রিট আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (১৬ মে) বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

রুলে ‘ভর্তি নীতিমালা-২০১৭’ কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়েছেন হাইকোর্ট।  

চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যানসহ চারজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।    

রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল অরবিন্দু কুমার রায়। তিনি জানান, এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করবেন তারা।

গত ১০ মে উচ্চ মাধ্যমিক পর্যায়ে দেশের সকল সরকারি-বেসরকারি কলেজে জারি ভর্তি নীতিমালার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ।

পরে ইউনুছ আলী বলেন, ১৯৬১ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধ্যাদেশ দিয়ে পরিচালিত হচ্ছে শিক্ষা ব্যবস্থা। এ অধ্যাদেশের ২, ৩, ১৮ ও ৩৯ ধারায় শিক্ষাবোর্ডের কাজ কি হবে, তা নির্ধারণ করা আছে। ভর্তি ও পরিচালনা সংক্রান্ত বিষয় নির্ধারণও বোর্ডের কাজ। কিন্তু সরকার সার্কুলারে সে ক্ষমতা বোর্ডকে দেয়নি। ওই অধ্যাদেশের সঙ্গে মিল রেখে ২০০৯ সালে রেগুলেশন করে সরকার এবং সেখানে ৪২ ধারায় কলেজের ভর্তি প্রক্রিয়া অধ্যক্ষের হাতে ন্যস্ত আছে। সে অনুসারে সরকারি সার্কুলার ওই রেগুলেশনের সঙ্গেও সাংঘর্ষিক।

জারিকৃত নীতিমালা অনুসারে গত ০৯ মে দুপুর ২টা থেকে ভর্তির আবেদনপত্র গ্রহণ শুরু হয়। অনলাইন ও মোবাইলে এসএমএসের মাধ্যমে ভর্তির আবেদন করা যাবে আগামী ২৬ মে পর্যন্ত।

নটরডেম-হলিক্রস-সেন্ট জোসেফ কলেজের আবেদনের প্রেক্ষিতে সোমবার (১৫ মে) তাদের ক্ষেত্রে নীতিমালা স্থগিত করেন হাইকোর্ট। নীতিমালা অনুসারে মেধার ভিত্তিতে নয়, পরীক্ষা দিয়ে (নিজস্ব পদ্ধতি) তারা উচ্চ মাধ্যমিকে ভর্তি করাবে।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, মে ১৬, ২০১৭
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।