ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

আইনজীবীদের মামলায় জামিন পেলেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
আইনজীবীদের মামলায় জামিন পেলেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক

ঢাকা: আইনজীবীদের দায়ের করা একটি মানহানি মামলায় জামিন পেয়েছেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম ও প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী।

সোমবার (৩১ অক্টোবর) মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস এ জামিন আবেদন মঞ্জুর করেন।

একই মামলায় আরেক বিবাদী সাবেক এমপি গোলাম মাওলা রনি হাইকোর্টে উপস্থিত হয়ে আগাম জামিন নেন।

বিবাদীদের পক্ষে জামিন শুনানিতে অংশ নেন- অ্যাডভোকেট তুহিন হাওলাদার, মাহবুব হাসান রানা, মঞ্জুরুল ইসলাম সুমন, মফিজুল ইসলাম মাহফুজ ও সাইয়েদা আক্তার।

বাংলাদেশ প্রতিদিনের খোলা কলামে গত ৩০ সেপ্টেম্বর গোলাম মাওলা রনির 'সুন্দরী সুজানা, দুই বৃদ্ধ এবং এক উকিল!' শীর্ষক একটি লেখা প্রকাশিত হয়। ওই লেখায় আইনজীবীদের কটূক্তি করা হয়েছে বলে দাবি করে গত ৫ অক্টোবর ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালতে একটি মামলা দায়ের করেন ঢাকা বারের সভাপতি সাইদুর রহমান মানিক।

পরে মামলাটি আমলে নিয়ে লেখক গোলাম মাওলা রনি, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম ও প্রকাশক ময়নাল হোসেন চৌধুরীকে আদালতে হাজির হওয়ার সমন জারি করেছিলেন বিচারক। সেই মোতাবেক তারা আদালতে হাজিরা দিয়ে জামিন লাভ করেন।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।