ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

কচুয়ায় মাদকসেবীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬
কচুয়ায় মাদকসেবীর কারাদণ্ড

চাঁদপুর: চাঁদপুরের কচুয়ায় মাদক সেবনের দায়ে নেছার আহমেদ পলাশ (২৬) নামে এক যুবককে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফ হোসেন এ আদেশ দেন।

পলাশ উপজেলার আমুজান গ্রামের হাজী বাড়ির মোহাম্মদ হোসেনের ছেলে।
 
কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াজেদ আলী জানান, সকালে মাদক সেবন করে মা সাজেদা বেগমকে মারধর করেন পলাশ। খবর পেয়ে পুলিশ বাড়ি থেকে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এর আগেও একবার মাকে মারধর করার দায়ে দুই বছর কারাভোগ করেছেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬
বিএসকে/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।