ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

রাজশাহীতে গৃহবধূ হত্যার দায়ে স্বামীসহ ৩ জনের ফাঁসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৬
রাজশাহীতে গৃহবধূ হত্যার দায়ে স্বামীসহ ৩ জনের ফাঁসি

রাজশাহী: রাজশাহী নগরীর রাণীনগর এলাকায় যৌতুকের দাবিতে গৃহবধূ সাথী ইয়াসমীনকে (২৫) আগুনে পুড়িয়ে হত্যা মামলায় স্বামীসহ ৩ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।

রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন আদালতের (১) বিচারক মনসুর আলম এ রায় দেন।

এ সময় দণ্ডপ্রাপ্ত তিন আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

দণ্ডিতরা হলেন- নিহত গৃহবধূ সাথী ইয়াসমীনের স্বামী আরিফ হোসেন, তার দুই ভাবি হানিফা হাসান ইভা ও মাহফুজা জান্নাতি লাইভা।

রায়ে অপর আসামি সাথীর শাশুড়ি মর্জিনা বেগমকে খালাস দেন আদালত। রাজশাহী কোর্ট পুলিশের পরিদর্শক (সিআই) আবুল হাশেম এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণীতে জানা যায়, ২০১২ সালের ৪ এপ্রিল বিকেল যৌতুক লোভী স্বামী ও তার পরিবারের লোকজনের দেওয়া আগুনে দগ্ধ হন সাথী।

পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন সাথীর মৃত্যু হয়। এ ঘটনায় বোয়ালিয়া থানায় হত্যা মামলা করা হয়।

জানা যায়, ২০১১ সালে নগরীর রাণীনগর এলাকার প্রাইভেট কার চালক আরিফ হোসেনের সঙ্গে হেতম খাঁ সবজিপাড়া এলাকার সাথীর বিয়ে হয়।

বিয়ের পর থেকে আরিফ যৌতুকের জন্য সাথীকে নির্যাতন করতেন। এ কারণে বিয়ের কিছুদিন পর সাথী বাবার বাড়ি চলে যান।

পরে আরিফ ভুল স্বীকার করে ঘটনার চার মাস আগে সাথীকে নিজের বাড়িতে নিয়ে যান। কিন্তু কয়েকদিন পর আবার নির্যাতন শুরু করেন।

সর্বশেষ ঘটনার দিন বিকেলে আরিফ ও তার পরিবারের লোকজন যৌতুক না পেয়ে সাথীকে মারধর শুরু করেন। একপর্যায়ে তার শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে তার শরীরের প্রায় ৯০ শতাংশ ঝলসে যায়।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৬ আপডেট: ১৫৪৯ ঘণ্টা
এসএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।