ঢাকা, সোমবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

নিহত জঙ্গি শফিউলের আশ্রয়দাতা আনোয়ার রিমান্ডে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
নিহত জঙ্গি শফিউলের আশ্রয়দাতা আনোয়ার রিমান্ডে

কিশোরগঞ্জ: নিহত জঙ্গি শফিউলের আশ্রয়দাতা আনোয়ার হোসেনের (৪৫) পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৪ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুস ছালাম খান তার রিমান্ড মঞ্জুর করেন।

 

গ্রেফতারকৃত আনোয়ার হোসেনের বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার পান্থপাড়া এলাকায়।

কিশোরগঞ্জ কোর্ট ইন্সপেক্টর সুনীল চন্দ্র সরকার বাংলানিউজকে জানান, পুলিশ দুপুরে আনোয়ার হোসেনের ১০ দিনের রিমান্ড আবেদন করেন আদালতে। এসময় আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।