ঢাকা: অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, এই রায়ের মধ্য দিয়ে সমাজে বার্তা গেল, আপনি যত শক্তিশালীই হোন না কেন, আপনার পেছনে যত শক্তিই থাকুক না কেন, সত্য ও ন্যায়বিচার একদিন প্রতিষ্ঠিত হবে।
রোববার (১৬ মার্চ) হাইকোর্টে বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের রায়ের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, রাষ্ট্রপক্ষ হিসেবে রায়ে আমরা সন্তুষ্ট। আমরা মনে করি, আবরার ফাহাদের বাবা ন্যায় বিচার পেয়েছেন। গোটা জাতি ন্যায় বিচার পেয়েছে এবং এ ধরনের রায়ের মধ্য দিয়ে একটি রাষ্ট্র ও সমাজ ব্যবস্থায় শৃঙ্খলা আনার জন্য, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য বিচার বিভাগের যে ধারন, সেটি আবারও প্রতিষ্ঠিত হয়েছে।
এ রায়ের মধ্য দিয়ে সমাজে কি বার্তা গেল জানতে চাইলে তিনি আরো বলেন, এই রায়ের মধ্য দিয়ে সমাজে বার্তা গেল, আপনি যত শক্তিশালীই হোন না কেন, আপনার পেছনে যত শক্তিই থাকুক না কেন, সত্য ও ন্যায়বিচার একদিন প্রতিষ্ঠিত হবে।
এই রায়ের মধ্য দিয়ে ছাত্র রাজনীতির বিষয়ে কোনো বার্তা আছে কিনা? জানতে চাইলে তিনি বলেন,বার্তা তো সবার জন্যই আছে। আপনি যাই করেন, আইনের গণ্ডির মধ্যে থেকে করেন, আপনি যা করেন, পাশবিকতা দেখানোর কোনো কোনো জায়গা নেই। আপনার মনুষত্ব জাগরণ করতে হবে।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আসামিপক্ষ রায়ের বিরুদ্ধে আপিল করলে আমরা তখন আইনগতভাবে বিষয়টি দেখবো। আমরা তাদের আইনগত সমস্ত অধিকার নিশ্চিত করতে চাই।
যুক্তিতর্কে কি বলেছিলেন জানতে চাইলে তিনি বলেন, মাও সেতুংয়ের মতো যদি বলতে হয়, কোনো কোনো মৃত্যু হয় পাহাড়ের মতো ভারী, কোনো কোনো মৃত্যু পাখির পালকের মতো হালকা। আবরার ফাহাদের মৃত্যু আমাদের জাতির জীবনে পাহাড়ের মতো ভারী হয়ে আছে। আবরার ফাহাদের মৃত্যু গোটা জাতির মূল্যবোধের শিকড়ে নাড়া দিয়েছে। আবরার ফাহাদের মৃত্যু এক্সপোজ করেছে, রাজনৈতিক ফ্যাসিজম কিভাবে দিনে দিনে বাড়তে পারে। একই সাথে আবরার ফাহাদের মৃত্যু আমাদের প্রতিষ্ঠা করে দিয়ে গেছে, ফ্যাসিজম যত শক্তিশালী হোক মানুষের মনুষত্ব বোধ কখনো কখনো জেগে উঠলে, সমস্ত ফ্যাসিজমকে দুমড়ে মুচড়ে দিতে পারে। সাধারণ জনগণের প্রতিক্রিয়ার কারণে আবরার ফাহাদ হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৫
এসসি/এমএম