ঢাকা, শুক্রবার, ৭ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

আইন ও আদালত

গণহত্যা: হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে প্রতিবেদন দিতে ২ মাস সময়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
গণহত্যা: হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে প্রতিবেদন দিতে ২ মাস সময় জনরোষের মুখে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। অন্য আসামিদের মঙ্গলবার ট্রাইব্যুনালে হাজির করা হয়। ছবি: বাংলানিউজ

ঢাকা: জুলাই-আগস্ট অভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক স্বৈরাচার শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলে আরও দুই মাস সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ বিষয়ে আগামী ২০ এপ্রিল পরবর্তী দিন রেখেছেন আদালত।

পতিত শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী, উপদেষ্টা, আমলা ও সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতিকে হাজিরের পর পৃথক মামলায় বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ সোমবার (১৮ ফেব্রুয়ারি) এই আদেশ দেন। অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

অন্য মামলায় গ্রেপ্তার থাকা ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমকে গণহত্যার মামলায় ২০ এপ্রিল ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।  

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আদালতে সব আসামির পক্ষে ওকালতনামা জমা দেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না।  

এদিন ট্রাইব্যুনালে ১৬ জন আসামিকে হাজির করা হয়। তারা হলেন হাসিনার সরকারের মন্ত্রী আনিসুল হক, উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক-ই-ইলাহী চৌধুরী, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, ড. আব্দুর রাজ্জাক, কামরুল ইসলাম, মুহাম্মদ ফারুক খান, দীপু মনি, গোলাম দস্তগীর গাজী, শাজাহান খান, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক, কামাল আহমেদ মজুমদার, সাবেক সচিব মো. জাহাংগীর আলম ও অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
ইএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।