ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

আইন ও আদালত

সিলেটে ডাকাতির মামলায় ৭ জনের কারাদণ্ড 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৫
সিলেটে ডাকাতির মামলায় ৭ জনের কারাদণ্ড 

সিলেট: সিলেটে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় দায়েরকৃত মামলায় সাতজনের সাত বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মামলায় ১০ আসামির মধ্যে তিনজন খালাস পেয়েছেন।  

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক সৈয়দা আমিনা ফারহিন এ রায় দেন।  

আদালতের বেঞ্চ সহকারী সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।  

দণ্ডপ্রাপ্তরা হলেন- সিলেটের জকিগঞ্জ উপজেলার খাশিরচক গ্রামের মৃত শুকুর মিয়ার ছেলে বাবুল মিয়া (৩৫), একই উপজেলার মাতারগ্রামের ফারুক আলী ওরফে ফররুখ আলীর ছেলে শিপার আহমদ (৩০), খাসিরচক গ্রামের মৃত কামাল আহমদের ছেলে রুবেল আহমদ (২৮), সাহাব উদ্দিনের ছেলে রাসেল আহমদ (২০), উপজেলার বারঠাকুরী গ্রামের মৃত আব্দুস শুকুরের ছেলে আব্দুস শহীদ (৩০), খাসিরচক গ্রামের আব্দুস সবুরের ছেলে শাহাব উদ্দিন (৫০) ও বারঠাকুরী গ্রামের মো. আব্দুল বারী ওরফে বরই মিয়ার ছেলে আজির উদ্দিন (৩০)। দণ্ডিতদের মধ্যে আজির উদ্দিন পলাতক।  

খালাসপ্রাপ্ত তিনজন হলেন- জকিগঞ্জ উপজেলার চারিগ্রাম চানপুরের মৃত ফয়জুর রহমানের ছেলে ইসলাম উদ্দিন সেলিম (৩৫), বারঠাকুরী গ্রামের মৃত আমজাদ মিয়ার ছেলে বাবুল মিয়া (৪৫) ও মৃত আব্দুল খালিকের ছেলে নজরুল ইসলাম নজমুল ((৩৪)।  

মামলার বরাত দিয়ে আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ৬ জানুয়ারি রাত আড়াইটার দিকে জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী গ্রামের দুবাইপ্রবাসী আব্দুল জব্বারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। সংঘবদ্ধ ডাকাতরা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রেখে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ ১১ লাখ ৬০ হাজার টাকা মূল্যের মালামাল লুট করে নেয়। এ ঘটনায় প্রবাসী আব্দুল জব্বারের ছেলে হিফজুর রহমান বাদী হয়ে পরদিন জকিগঞ্জ থানায় অজ্ঞাতনামা ১০ থেকে ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্ত শেষে ওই বছরের ১৯ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর দিলোয়ার হোসেন। মামলাটি বিচারের জন্য আদালতে স্থানান্তর হলে ২০১৫ সালের ১২ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর বিচারকাজ শুরু হয়। দীর্ঘ শুনানিতে ২৭ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে সাতজনকে দোষী সাব্যস্ত করে বিচারক এ রায় দেন।  

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আল আসলাম মোমিন। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনোয়ার হোসেন, আফজাল হোসেন ও অশেষ কর।  

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৫
এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।