ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

আইন ও আদালত

লিভ টুগেদার ইস্যুতে প্রকাশ্যে ক্ষমা চাইতে স্বাগতাকে নোটিশ

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৪
লিভ টুগেদার ইস্যুতে প্রকাশ্যে ক্ষমা চাইতে স্বাগতাকে নোটিশ অভিনেত্রী জিনাত সানু স্বাগতা

ঢাকা: ‘লিভ টুগেদার’ সংক্রান্ত বক্তব্য সাত দিনের মধ্যে প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে অভিনেত্রী জিনাত সানু স্বাগতাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন আইনজীবী মুহাম্মদ মেছবাহ উদ্দিন চৌধুরী।

তিনি জানান, গত ২৬ ডিসেম্বর ঢাকার শাহজাহানপুরে বাসিন্দা মুহাম্মদ আরিফুল খবিরের পক্ষে এ নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়, আপনি (স্বাগতা) বিগত ১৯ তারিখে একটি জাতীয় পত্রিকায় সাক্ষাৎকার দিয়েছেন। ওই সাক্ষাৎকারে আপনি হাসান আজাদ নামে এক ব্যক্তির সঙ্গে লিভ টুগেদার করেছেন বলে স্বীকার করেন এবং গত এক বছর যাবৎ এ কাজটি করেছেন তা প্রকাশ্যে বলেছেন। পাশাপাশি লিভ টুগেদার করার জন্য উৎসাহ দিয়েছেন।

নোটিশে আরও বলা হয়, ‘আপনার জানা আছে বিয়ের পূর্বে নারী ও পুরুষের মধ্য সহবাস বা লিভ টুগেদার করা সম্পূর্ণ হারাম। আপনি এই হারাম বিষয়টি নিজে করে অপরকে করার জন্য উৎসাহ দিয়েছেন। যারা কারণে সমাজে ব্যভিচারের মাত্রা বৃদ্ধি পেয়ে সমাজে এক বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি হবে। এছাড়া আপনার ওই বিবৃতির কারণে ইসলাম ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত করেছে। ’

‘আমার মক্কেল একজন ধর্মপ্রাণ মুসলমান হওয়ার কারণে (আপনার বক্তব্য) তার ধর্মীয় অনুভূতিতেও আঘাত লেগেছে। যার কারণে সংক্ষুদ্ধ হয়ে আপনার প্রতি এ নোটিশ পাঠিয়েছেন। ’

অতএব, এ নোটিশপ্রাপ্তির ০৭ (সাত) দিনের মধ্যে ওই বক্তব্য প্রত্যাহার করে আপনি প্রকাশ্যে ক্ষমা চাইবেন এবং তা আমার মক্কেলকে অবহিত করবেন। অন্যথায় আমার মক্কেল আপনার ধর্মীয় অনুভূতি আঘাত দেওয়া ওই বিবৃতির জন্য প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন, যার দায়ভার আপনার (স্বাগতা) ওপর বর্তাবে- বলে নোটিশে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৪
ইএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।