ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আইন ও আদালত

নেত্রকোনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
নেত্রকোনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নেত্রকোনা: নেত্রকোনায় তমালিকা আক্তার নামে এক নারীকে হত্যার দায়ে তার স্বামী রাসেল মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।  

সেই সঙ্গে এ হত্যা মামলার অপর দুই আসামির মধ্যে রাসেলের দূর সম্পর্কের আত্মীয় হিমেলকে যাবজ্জীবন কারাদণ্ড ও রাসেলের মা মাজেদাকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

আসামিদের উপস্থিতিতে বুধবার (২৭ নভেম্বর) বিকেলে এ রায় দেন জেলা ও দায়রা জজ আালতের বিচারক মো. হাফিজুর রহমান।

রাসেল বারহাট্টার আবুল হাসিমের ছেলে।  
 
মামলাটির রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হাশেম জানান, ২০১৯ সালে রাসেলের সঙ্গে তমালিকার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই রাসেল তার আগের স্ত্রী রোকেয়ার সঙ্গে যোগাযোগ শুরু করেন। এ নিয়ে তমালিকার সঙ্গে রাসেলের ঝগড়া হতো। একপর্যায়ে রাসেল মারপিট করলে তমালিকা বাবার বাড়ি চলে যান। পরে বিষয়টি মীমাংসা করে তমালিকাকে আবার স্বামীর বাড়ি পাঠানো হয়। এরপর ২০২০ সালের ৮ জানুয়ারি রাতে রাসেলের ঘরের বারান্দায় তমালিকার গলা কাটা মরদেহ পাওয়া যায়।  
এ ঘটনায় তমালিকার বাবা বারহাট্টা থানায় রাসেল ও তার মা মাজেদাসহ কয়েকজনের নামে হত্যা মামলা করেন। পুলিশ আসামিদের গ্রেপ্তার করলে তারা হত্যার কথা স্বীকার করেন। শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় বুধবার এ রায় দেন বিচারক।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।