ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

আইন ও আদালত

স্ত্রীকে হত্যা: জামালপুরে স্বামীর মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট  করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
স্ত্রীকে হত্যা: জামালপুরে স্বামীর মৃত্যুদণ্ড

জামালপুর: জামালপুরের ইসলামপুরে স্ত্রী তিথি বেগমকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী আহসান হাবিবকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।  

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে জামালপুর জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এ আদেশ দেন।

 

এ সময় আসামি আহসান হাবিবকে আরও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।  

জামালপুর জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক সহকারী প্রসিকিউটর শাহ মো. এনায়েত হোসেন জানান, ২০১৯ সালে ইসলামপুর উপজেলার রাজনগর গ্রামের আহসান হাবিবের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় ফারাজীপাড়ার তিথি বেগমের। এরপর থেকেই যৌতুকের জন্য তিথিকে প্রায়ই শারীরিকভাবে নির্যাতন করতো আহসান হাবিব ও তার পরিবার। এরই ধারাবাহিকতায় ২০২২ সালের ১২ এপ্রিল রাত সাড়ে ১০ টার দিকে তিথিকে যৌতুকের জন্য মারধরের এক পর্যায়ে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে আহসান হাবিব।  

শাহ মো. এনায়েত হোসেন আরও জানান, এ ঘটনায় নিহত তিথির মামা আব্বাস আলী ফারাজী বাদী হয়ে ইসলামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় ১৬৪ ধারায় জবানবন্দিতে অপরাধ স্বীকার করে আহসান হাবিব। মামলায় আটজন সাক্ষীর সাক্ষ্য নেওয়া শেষে এ আদেশ দেন বিচারক।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।