ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

বান্দরবানে জামাতুল আনসারের ৩২ সদস্য জামিনে মুক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
বান্দরবানে জামাতুল আনসারের ৩২ সদস্য জামিনে মুক্ত

বান্দরবান: নতুন আত্মপ্রকাশ করা সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকীয়ার ৩২ সদস্যকে জামিন দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে বান্দরবান জেলা ও দায়রা জজ মো. মোসলেহ উদ্দিন তাদের জামিন মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা যায়, পাহাড়ের সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আস্তানায় প্রশিক্ষণ নেওয়া ও জঙ্গি তৎপরতা চালানোর অভিযোগে ২০২৩ সালে এ ৩২ জনকে বান্দরবানের বিভিন্ন উপজেলা থেকে গ্রেপ্তার করেছিল র‌্যাব ও পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা। মোট চারটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল তাদের।  

৩২ জনের মধ্যে বান্দরবানের থানচি উপজেলা থেকে ২১ জন, রুমা থেকে চারজন, নাইক্ষ্যংছড়ি থেকে দুজন ও বান্দরবান সদর থেকে পাঁচজনকে গ্রেপ্তার হয়েছেন। তাদের নামে কেএনএফের আস্তানায় প্রশিক্ষণ নেওয়া ও বিভিন্ন স্থানে জঙ্গি তৎপরতা চালানোর অভিযোগ রয়েছে। বান্দরবানে গত বছর আগস্ট মাস থেকে কেএনএফের সন্ত্রাসী তৎপরতা দমনে পাহাড়ে যৌথবাহিনীর অভিযান শুরু হয়। সে সময় অভিযান চালিয়ে দুর্গম পাহাড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে জামাতুল আনসার ফিল হিন্দাল শারকীয়া জঙ্গি সংগঠনের প্রশিক্ষক ও অর্থ শাখার গুরুত্বপূর্ণ সদস্যরা রয়েছেন বলে সে সময় র‌্যাবের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়।

মামলার আসামি পক্ষের আইনজীবী মো. আলমগীর চৌধুরী জানান, দীর্ঘ শুনানি শেষে আদালতে আসামিদের জন্য জামিন আবেদন করলে আদালত ৩২ জনকে জামিন দেন।  

২০২২ সালে বান্দরবানের আঞ্চলিক সংগঠন কেএনএফ তৎপরতা শুরু করে। পরে তাদের আস্তানায় অর্থের বিনিময়ে জামাতুল আনসার ফিল হিন্দাল শারকীয়ার সদস্যরা প্রশিক্ষণ নেন বলে খবর পায় যৌথবাহিনী। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।