ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

সিদ্ধিরগঞ্জ থানায় ভাঙচুর: লুটপাটের ঘটনায় মামলা, আসামি ৫ হাজার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৪
সিদ্ধিরগঞ্জ থানায় ভাঙচুর: লুটপাটের ঘটনায় মামলা, আসামি ৫ হাজার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আওয়ামীলীগ সরকার পতনের দিন দুর্বৃত্তদের হামলায় থানায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।  সোমবার (২৬ আগস্ট) সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) আফজাল বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

 

বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, থানা ভাঙচুর করে লুটপাটের ঘটনায় অজ্ঞাতপরিচয় ৪/৫ হাজার ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

এর আগে ৫ আগস্ট সন্ধ্যায় দুর্বৃত্তরা থানাটিতে হামলা করে লুটপাট চালায়। পরবর্তী দ্বিতীয় ধাপে আবারও প্রবেশ করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এরপর থেকে বেশ কয়েকদিন থানা পুলিশের সেবা কার্যক্রম থেকে বঞ্চিত হন জনসাধারণ।

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৪
এমআরপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।