ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

আইন ও আদালত

হাইকোর্ট বিভাগেও সংস্কার প্রয়োজন: অ্যাটর্নি জেনারেল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১২ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৪
হাইকোর্ট বিভাগেও সংস্কার প্রয়োজন: অ্যাটর্নি জেনারেল

ঢাকা: মানুষের আস্থার জায়গা সুপ্রিম কোর্টকে অতি দ্রুত চালু করার জন্য সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো.আসাদুজ্জামান।

রোববার (১১ আগস্ট) বিকেলে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর ৭ আগস্ট অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন পদত্যাগ করেন। পরে ৮ আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো.আসাদুজ্জামানকে নিয়োগ দেন রাষ্ট্রপতি।  

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ইতিমধ্যে সংকট কিছুটা কেটেছে মনে হয়। মানুষের আস্থার জায়গা সুপ্রিম কোর্টকে অতি দ্রুত চালু করার জন্য সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে। ছাত্র-আন্দোলনের কারণে তাদের দাবির মুখে সুপ্রিম কোর্টে সংস্কারের একটা উদ্যোগ সরকার গ্রহণ করেছে। ইতিমধ্যে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। আশা করি, প্রধান বিচারপতি অতি দ্রুত বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার এই জায়গাটিকে উন্নত করবেন।

হাইকোর্ট বিভাগে সংস্কার প্রয়োজন মনে করেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, অবশ্যই মনে করি। কারণ, যে প্রক্রিয়ায় ছিল, সে কারণে জনরোষ তৈরি হয়েছে কোর্টের ওপর। ... তাহলে হাইকোর্ট বিভাগে কেন হবে না? সব জায়গায় সংস্কার প্রয়োজন।

বাংলাদেশ সময়: ২৩১১ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৪
ইএস/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইন ও আদালত এর সর্বশেষ