ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

দুই মামলায় জামিন, কারামুক্ত হচ্ছেন ভিপি নুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৪
দুই মামলায় জামিন, কারামুক্ত হচ্ছেন ভিপি নুর ফাইল ছবি

ঢাকা: মেট্রোরেলে আগুন দেওয়ার ঘটনায় কাফরুল থানার এবং সেতু ভবনের ভাঙচুরের মামলায় বনানী থানার মামলায় জামিন পেয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

মঙ্গলবার (০৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দার ও মুহাম্মদ নুরুল হুদা চৌধুরী জামিনের এই আদেশ দেন।

এদিন নুরের পক্ষে আইনজীবী গোলাম সারোয়ার খান জুয়েল, সরকার নুরে এরশাদ সিদ্দিকী, খাদেমুল ইসলাম ও মো. পারভেজ শুনানি করেন। শুনানি শেষে বিচারক তার জামিন মঞ্জুর করে আদেশ দেন।

গত ১৯ জুলাই দিনগত রাতে নুরুল হক নুরকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে এই দুইটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে মোট ১০ দিনের রিমান্ড নেওয়া হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২৪
কেআই/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।