ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

আইন ও আদালত

টাঙ্গাইলে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, জুন ৩০, ২০২৪
টাঙ্গাইলে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

টাঙ্গাইল: হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

রোববার (৩০ জুন) বিকেলে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাহমুদুল হাসান এ আদেশ দেন।  

দণ্ডিতরা হলেন- ধনবাড়ী উপজেলার নরিল্যা গ্রামের হযরত আলীর ছেলে মো. শামসু (৫৩), মতিয়ার রহমানের ছেলে লুৎফর রহমান (৪১), সিতালু রবি দাসের ছেলে নরেশ রবি দাস (৩৯) এবং সবতপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে নজরুল (৩২)।

বাদী পক্ষের আইনজীবী মুহাম্মদ আব্দুল বাছেত জানান, ধনবাড়ীর নরিল্যা গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে ইসমাইল হোসেন (২৫) ২০১৮ সালের ১৭ মে বাড়ি থেকে নরিল্যা হাটে কেনাকাটা করতে যাওয়ার সময় দণ্ডিত ব্যক্তিরা তাকে ধরে নিয়ে যায়। পরে তাকে মারপিট করেন তারা। পরে আহত অবস্থায় ভ্যানগাড়িতে তুলে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে পথে ইসমাইলের মৃত্যু হয়। এরপর মরদেহ নরিল্যা কলেজের পাশে একটি ডোবার মধ্যে ফেলে দেয় তারা।  

দুইদিন পর স্থানীয় লোকজন মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে এসে মরদেহ উদ্ধার করে। ওই বছর ২০ মে নিহত ইসমাইলের বড় ভাই মো. ইব্রাহিম বাদী হয়ে ধনবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত সরকারি কৌঁসুলি মনিরুল ইসলাম খান জানান, সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক রোববার রায় ঘোষণা করেছেন। রায় ঘোষণার সময় দণ্ডিতরা আদালতে হাজির ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, জুন ৩০, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।