ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

আইন ও আদালত

ভারত সফরে অ্যাটর্নি জেনারেল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৪
ভারত সফরে অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন

ঢাকা: ‘অ্যাটর্নি জেনারেল’স ও সলিসিটর জেনারেল’স কনফারেন্সে’ যোগ দিতে ভারত গেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের এক নোটিফিকেশনে বলা হয়, ২ থেকে ৮ ফেব্রুয়ারি কমনওয়েলথ লিগ্যাল এডুকেশন অ্যাসোসিয়েশন আয়োজিত ‘অ্যাটর্নি জেনারেল’স ও সলিসিটর জেনারেল’স কনফারেন্সে’ যোগ দিতে শুক্রবার অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এ এম) আমিন উদ্দিনকে অনুমতি দিয়েছে সরকার।

 

তার ভারত সফরকালীন অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করবেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর।  এস এম মুনীর তার নিজ দায়িত্বের পাশাপাশি অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২৪
ইএস/এসআইএস    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইন ও আদালত এর সর্বশেষ