ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে জাল ভোট দেওয়ার সময় ছয়জনের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে জাল ভোট দেওয়ার সময় ছয়জনের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া- ৩ (সদর ও বিজয়নগর) আসনে জাল ভোট দেওয়ার সময় ছয়জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৭ জানুয়ারি) দুপুরে বিভিন্ন কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় কেন্দ্রে দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তা তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতকে খবর দেন।

পরে ভ্রাম্যমাণ আদালত আটকদের সাজা দেন।

এর মধ্যে তিন জনের নাম পরিচয় জানা গেছে তারা হলেন- সদর উপজেলার চিলোকুট গ্রামের নুরুল ইসলামের ছেলে মাসুম মিয়া (২৩), একই গ্রামের হাসান মিয়া (২০) এবং শহরের মধ্যপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে অনন্ত।

ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ্ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, বিভিন্ন কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় ছয়জনকে আটক করা হয়। পরে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন মেয়াদে তাদের কারাদণ্ড দেন।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।