ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ফরিদপুরে মাদক মামলায় দুজনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৩
ফরিদপুরে মাদক মামলায় দুজনের যাবজ্জীবন

ফরিদপুর: ফরিদপুরে মাদক মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন।  

আদালতের রায়ের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন ফরিদপুরের কোর্ট পরিদর্শক আবুল খায়ের।  

দণ্ডপ্রাপ্তরা হলেন- মাদারীপুরের শিবচর উপজেলার চরগুয়াতলা গ্রামের মজিবর হাওলাদারের ছেলে লিটন হাওলাদার ও একই উপজেলার বড় দুয়ালী গ্রামের মৃত গণি ফকিরের ছেলে উজ্জ্বল ফকির।

আদালত সূত্রে জানা যায়, ফরিদপুরের ভাঙ্গা থানায় ২০১৩ সালের ২৯ সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করা হয়।  

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৩

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।