ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ব্যবসায়ীর যাবজ্জীবন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ব্যবসায়ীর যাবজ্জীবন 

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র আইনের মামলায় মো. আবু তাহির (৩৪) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে আরেকটি ধারায় তাকে আরও ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

তিনি দুটি সাজা একসঙ্গে ভোগ করবেন। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টায় চাঁপাইনবাবগঞ্জের স্পেশাল ট্রাইবুনাল-১ এর বিচারক মোহা. আদীব আলী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।  

তাহির রাজশাহীর পবা থানার নওহাটা পৌর পলোপাড়ার মো. মকবুল হোসেনের ছেলে।  

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, ২০২২ সালের ২৪ জুলাই রাত পৌনে ১টার দিকে শিবগঞ্জের ইসরাইল মোড়ে র‌্যাব অভিযান চালায়। অভিযানে একটি বিদেশি পিস্তল, ওয়ান শ্যুটার গান, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিনসহ আটক হন তাহির। ওই ঘটনায় ওই দিনই শিবগঞ্জ থানায় মামলা করেন র‌্যাবের সেই সময়ের উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম। মামলার তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ থানার তৎকালীন এসআই সুজন কুমার ওই বছরের ৩১ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় বিচারক সোমবার এ রায় ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।