ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

আইন ও আদালত

নবাবগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, জুন ১২, ২০২৩
নবাবগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিভিন্ন এলাকায় মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে তিন ব্যক্তিকে আটক করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।  

রোববার (১১ জুন) সন্ধ্যায় আটকের পর নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট মো. আ. হালিমের ভ্রাম্যমাণ আদালতে তাদের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

 

কারাদণ্ড প্রাপ্তরা হলেন- উপজেলার বান্দুরা ইউনিয়নের মাসুদ রানা (৩০), মো. হোসেন (৩২), ও কলাকোপা ইউনিয়নের কাজল শেখ (৩৪)।

জানা যায়, রোববার সন্ধ্যায় মাদকের বিরুদ্ধে অভিযানকালে মাঝিরকান্দা এলাকায় ইয়াবা সেবনরত অবস্থায় মাসুদ রানা ও মো. হোসেন নামে দুই ব্যাক্তিকে আটক করা হয়। অপরদিকে, একই অপরাধে কলাকোপা কোকিল প্যারি স্কুলের পেছন থেকে কাজল শেখ নামে আরো একজনকে আটক করা হয়।  

পরে তাদের প্রত্যককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠানোর নির্দশে দেন নির্বাহী ম্যাজিস্টেট মো. আ. হালিম।  

নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রট মো. আ. হালিম বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান এমন অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, জুন ১২, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইন ও আদালত এর সর্বশেষ