ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

চুয়াডাঙ্গায় হেরোইন বিক্রির দায়ে নারীর যাবজ্জীবন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, মে ২২, ২০২৩
চুয়াডাঙ্গায় হেরোইন বিক্রির দায়ে নারীর যাবজ্জীবন  দণ্ডপ্রাপ্ত তারা বেগম

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় হেরোইন বিক্রির দায়ে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

সোমবার (২২ মে) দুপুরে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ জিয়া হায়দার আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন।  

দণ্ডপ্রাপ্ত তারা বেগম (৫০) চুয়াডাঙ্গা পৌর এলাকার মুসলিমপাড়ার মিজানুর রহমানের স্ত্রী।  

মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৯ জুলাই দুপুরে মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা পৌর এলাকার মুসলিমপাড়ার মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি টিম। সেখানে তাদের ঘর থেকে উদ্ধার করা হয় ৩০ গ্রাম হেরোইন। গ্রেফতার করা হয় মিজানুর রহমানের স্ত্রী তারা বেগমকে। পরে সদর থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়। তদন্ত শেষে ওই বছর ২৬ আগস্ট আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ। পরে ৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ দুপুরে আসামির উপস্থিতিতে মামলার রায় ঘোষণা করেন আদালত।  

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মে ২২, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।