ঢাকা, মঙ্গলবার, ১৪ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

আইন ও আদালত

রোববার খুলছে সুপ্রিম কোর্ট, ১০ বেঞ্চ পুনর্গঠন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
রোববার খুলছে সুপ্রিম কোর্ট, ১০ বেঞ্চ পুনর্গঠন ফাইল ছবি

ঢাকা: অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুলছে ৩০ এপ্রিল রোববার।

এর আগে বুধবার (২৬ এপ্রিল) হাইকোর্ট বিভাগের ১০টি বেঞ্চের তালিকা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এসব বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

৩০ এপ্রিল সকাল সাড়ে ১০টা থেকে পুনর্গঠিত বেঞ্চগুলো তাদের বিচারকার্য শুরু করবেন।

৯ এপ্রিল রোববার থেকে ২৭ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত সাপ্তাহিক ছুটি, সরকারের ঘোষিত ছুটি এবং সুপ্রিম কোর্টের অবকাশ ছিল।

তবে এই সময়ে হাইকোর্ট বিভাগে অবকাশকালীন বেঞ্চ এবং আপিল বিভাগে অবকাশকালীন চেম্বার আদালত বিচার কাজ পরিচালনা করেছেন।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
ইএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।