ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

না.গঞ্জ জেলা আইনজীবী সমিতির ভোট চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
না.গঞ্জ জেলা আইনজীবী সমিতির ভোট চলছে

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির (২০২৩-২৪) কার্যকরী পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ।

সোমবার (৩০ জানুয়ারি) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।

চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

এবার নির্বাচনে মোট ভোটার ১ হাজার ১৫১জন। বিএনপি ও আওয়ামী লীগ সমর্থির দু’প্যানেল থেকে ১৭টি পদের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থীরা।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির (২০২৩-২৪) কার্যকরী পরিষদ নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের সভাপতি পদে বর্তমান সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল, সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট আলাউদ্দিন আহমেদ, সহ-সভাপতি পদে অ্যাডভোকেট রবিউল আমিন রনি, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়া, যুগ্ম সম্পাদক পদে অ্যাডভোকেট কামাল হোসেন, কোষাধক্ষ্য পদে অ্যাডভোকেট মো. স্বপন ভূঁইয়া, আপ্যায়ন সম্পাদক পদে অ্যাডভোকেট অঞ্জন কুমার দাস, লাইব্রেরী সম্পাদক পদে অ্যাডভোকেট মো. এরশাদুজ্জামান ইমন, ক্রীড়া সম্পাদক পদে অ্যাডভোকেট আব্দুল মান্নান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে অ্যাডভোকেট রাজিয়া আমিন কানচি, সমাজ সেবা সম্পাদক পদে অ্যাডভোকেট মানজুদুল রশিদ রিফাত, আইন ও মানবাধিকার সম্পাদক পদে অ্যাডভোকেট দেলোয়ার হোসেন সুজন প্রধান এবং কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাডভোকেট নারায়ণ চন্দ্র দাস, অ্যাডভোকেট নুরী নাজমুল আমিন, অ্যাডভোকেট আলী আকবর, অ্যাডভোকেট হালিমা আক্তার ও অ্যাডভোকেট ফাহিমা রহমান পায়েল মনোনয়নপত্র দাখিল করেছেন।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির (২০২৩-২৪) কার্যকরী নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি পদে অ্যাডভোকেট আহসান হাবীব শাহিন, সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট সুমন মিয়া, সহ-সভাপতি পদে অ্যাডভোকেট জুবের আলম জীবন, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট জাহিদুল ইসলাম মুক্তা, কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট শেখ আঞ্জুম আহম্মেদ রিফাত, আপ্যায়ণ সম্পাদক পদে অ্যাডভোকেট আসমা হেলেন বিথী, লাইব্রেরী সম্পাদক পদে অ্যাডভোকেট মো. রোকন উদ্দিন, ক্রীড়া সম্পাদক পদে অ্যাডভোকেট রাসেল প্রধান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট সারোয়ার জাহান, সমাজ সেবা সম্পাদক পদে অ্যাডভোকেট গোলাম সারোয়ার, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, কার্যকরী সদস্য পদে অ্যাডভোকেট ফাতেমা খাতুন, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট মোহাম্মদ সুমন মিয়া, অ্যাডভোকেট আদনান মোল্লা, অ্যাডভোকেট সাজিয়া আক্তার।

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূইয়া। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট আশরাফ হোসেন, অ্যাডভোকেট আবদুর রহিম, অ্যাডভোকেট মেরিনা বেগম এবং অ্যাডভোকেট সুখ চাঁদ সরকার।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
এমআরপি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।