ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয় পার্টি

ঢাকা উত্তরে মেয়র-কাউন্সিলর প্রার্থী ঘোষণা জাপা’র 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
ঢাকা উত্তরে মেয়র-কাউন্সিলর প্রার্থী ঘোষণা জাপা’র 

ঢাকা: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেছে জাতীয় পার্টি (জাপা)।

সোমবার (৩০ ডিসেম্বর) পার্টি সূত্রে এ তথ্য জানা যায়।  

সূত্র জানায়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে জাপার পক্ষে মেয়র পদে নির্বাচন করবেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কামরুল ইসলাম।

 

এছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির কাউন্সিলর প্রার্থীদের নামের তালিকা‍য় আছেন- আশেকুল আমীন-১, শেখ আমিনুল হাকিম নিজাম-২, মো. সিরাজুল ইসলাম-৩, নুরু দেওয়ান-৪, মো. শুক্কুর শেখ-৫, মো. আমানত হোসেন-৬, শেখ মো. নাসিরউদ্দিন-৭, ডা. সেলিমা খান-৮, মো. আলমাস উদ্দিন-৯, মো. হামিদ হাসান-১০, মো. আবুল কালাম ভাণ্ডারী-১১, মো. জসিম হাওলাদার-১২, এস, এম, শহিদউল্যাহ সুজা-১৩, মোহাম্মদ বেলায়েত হোসেন মানিক-১৪, মো. শাখাওয়াত হোসেন (দুলাল আকন)-১৫, মো. মুকুল আমিন-১৬, মো. আলী শেখ-১৭, আব্দুল আজিজ খাঁন-১৮, সৈয়দ মঞ্জুর হোসেন-১৯, সাইফুল ইসলাম পিটু-২০, এস, এম, আমিনুল হক সেলিম-২১, হাজী আবুল হোসেন-২২, কাজী আবুল খায়ের-২৩, মিলন শিকদার-২৪, মো. কাজী মামুন-২৫, আব্দুল শুকুর প্রধান-২৬, জাকির হোসেন-২৭, মো. মনির-২৮, সৈয়দ শাহাদাত হোসেন-২৯, ফজলুর রহমান-৩০, শফিকুল ইসলাম সেন্টু-৩১, এস, এম, হাশেম-৩২, হাজী শমসের আলী-৩৩, হাজী ফারুক শেখ-৩৪, মো. আবুল বাশার চৌধুরী-৩৫, হাজী মো. নাসিরউদ্দিন সরকার-৩৬, মো. শফিকুল ইসলাম লিপন -৩৭, জাকির হোসেন হান্নান-৩৮, মো. বজলুর রহমান মৃধা-৩৯, সানোয়ার হোসেন-৪০, আরিফুল রহমান-৪১, রফিকুল ইসলাম-৪৪, মাহমুদুল হাসান আলাল-৪৫, মহসিন ভূঁইয়া-৪৬, খোরশেদ আলম-৪৭, মো. জাহাঙ্গীর আলম-৪৮, আবুল হোসেন-৪৯, ফজলুল হক শিশির-৫০, মো. ইব্রাহীম হোসাইন-৫২, আলি আকবর দয়াল-৫৩, মো. আলাউদ্দিন আলাল-৫৪, সংরক্ষিত মহিলা আসনে হাসনা হেনা আহাম্মেদ -৫২, ৫৩, ৫৪, আনোয়ারা খাতুন-১২, ১৩, ১৪ ও সাবিনা আক্তার-২৯, ৩০, ৩১।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
এসএমএকে/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।