ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয় পার্টি

আ’লীগের নব-নির্বাচিত সভাপতিকে জাপা চেয়ারম্যানের অভিনন্দন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
আ’লীগের নব-নির্বাচিত সভাপতিকে জাপা চেয়ারম্যানের অভিনন্দন

ঢাকা: নবম মেয়াদে দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের। একই সঙ্গে দ্বিতীয় মেয়াদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ওবায়দুল কাদেরকেও অভিনন্দন জানান তিনি। 

শনিবার (২১ ডিসেম্বর) জাপার এক প্রেসবিজ্ঞপ্তিতে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে এ অভিনন্দন জানানো হয়।  

অভিনন্দন বার্তায় জি এম কাদের আশা প্রকাশ করে বলেন, আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে নব-নির্বাচিত নেতারা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া দল আওয়ামী লীগকে আরও এগিয়ে নিয়ে যাবে।

নতুন নেতৃত্ব দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।  

অভিনন্দন বার্তায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

জি এম কাদের ছাড়াও শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।  

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
এসএমএকে/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।