ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয় পার্টি

এরশাদের শারীরিক অবস্থার উন্নতি: জিএম কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪২ ঘণ্টা, জুন ২৮, ২০১৯
এরশাদের শারীরিক অবস্থার উন্নতি: জিএম কাদের হুসেইন মুহম্মদ এরশাদ

ঢাকা: সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) রাতে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জিএম কাদের বলেন, আমি হাসপাতালে গিয়েছিলাম।

তবে ভেতরে প্রবেশ না করে দূর থেকে দেখেছি। চিকিৎসকদের সঙ্গে আমার কথা হয়েছে। তারা বলেছেন তার শারীরিক অবস্থা আগের চেয়ে ২৫ শতাংশ উন্নতি হয়েছে।
 
এসময় বাংলানিউজের মাধ্যমে পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জিএম কাদের।

এরআগে বুধবার (২৬ জুন) সকালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে সিএমএইচে যান এরশাদ। পরে চিকিৎসকদের পরামর্শে তিনি সেখানে ভর্তি হন।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, জুন ২৭, ২০১৯
এসএমএকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।