ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয় পার্টি

‘আগুনে ক্ষতিগ্রস্তদের বিষয়ে ত্বরিত ব্যবস্থা নিন’

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
‘আগুনে ক্ষতিগ্রস্তদের বিষয়ে ত্বরিত ব্যবস্থা নিন’ বক্তব্য রাখছেন সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

ঢাকা: রাজধানীর চকবাজারে ভয়াবহ অগিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ব্যাপারে ত্বরিত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

শনিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অগ্নিদগ্ধদের দেখতে গিয়ে তিনি এ আহ্বান জানান।

সাংবাদিকদের জিএম কাদের বলেন, ২০১০ সালের নিমতলীর ঘটনায় তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়িত হলে আজকে আমাদের এ ধরনের ভয়াবহতা দেখতে হতো না।

সুপারিশ বাস্তবায়নে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থার গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানান।

এ সময় ঢামেক হাসপাতালের পরিচালক অগ্নিদগ্ধ রোগীদের চিকিৎসার সার্বিক ব্যবস্থার কথা বিরোধীদলীয় উপনেতাকে অবহিত করেন।

জিএম কাদের বলেন, একুশের মাসে আরেকটি ভয়াবহ ঘটনা জাতিকে মর্মাহত করেছে। তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে ও বিভিন্ন তদন্ত কমিটির সুপারিশমালা দ্রুত বাস্তবায়ন করতে হবে।

মানবিক দিক বিবেচনা করে হতাহতদের ক্ষতিপূরণ বাড়িয়ে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

এ সময় অগ্নিকাণ্ডে স্বজনহারা পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও নিহত ব্যক্তিদের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন জিএম কাদের।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, ভাইস চেয়ারম্যান আলমগীর সিকদার লোটন, সাংগঠনিক সম্পাদক ফকরুল আহসান শাহজাদা, নির্মল দাশ, দফতর সম্পাদক সুলতান মাহমুদ, যুব নেতা- শাহজাহান কবির, মিয়া আলমগীর, শহিদুল ইসলাম সেন্টু, শফিকুল ইসলাম দুলাল, মো. দ্বীন ইসলাম শেখ, কামাল হোসেন, জারা আলী, মর্তুজা আহমেদ, সুফিয়ান আহমেদ, সামসেদ তাবরেজ, রফিকুল ইসলাম, ঝন্টু দাস, ছাত্র সমাজের আহ্বায়ক মোড়ল জিয়াউর রহমান, ছাত্রনেতা মোখলেছুর রহমান বস্তু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
পিআর/আরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।