ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয় পার্টি

উলিপুরে জাতীয় পার্টির আনন্দ মিছিল-সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
উলিপুরে জাতীয় পার্টির আনন্দ মিছিল-সমাবেশ জাতীয় পা‌র্টি উলিপুর উপজলা শাখার উদ্যোগে আনন্দ বর্ণাঢ্য মিছিল

কু‌ড়িগ্রাম: রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী জয়লাভ করায় কুড়িগ্রামের উলিপুরে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) দুপরের দিকে জাতীয় পা‌র্টি উলিপুর উপজলা শাখার উদ্যোগে একটি বর্ণাঢ্য মিছিল শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে নেতারা এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন।

সমাবেশে বক্তব্য রাখেন- উপজলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম দারা, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান লাভলু, ইউনিয়ন সভাপতি ডা. শাহাজাহান আলী, ডা. আব্দুস সালাম, জয়নুল আবেদীন, মফিজল হক প্রমুখ।  

বক্তারা বলেন, নিরপেক্ষভাবে নির্বাচন হওয়ায় রংপুর সিটিতে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা বিপুল ভোটে জয়লাভ করেছেন। মানুষ এখন পরিবর্তন চায়। জাতীয় পার্টির প্রতি মানুষের আস্থা রেয়েছে যা রংপুরের নির্বাচনই তার প্রমাণ।

আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি ক্ষমতায় আনতে সবাইকে একযো‌গে কাজ করার আহ্বান জানান বক্তরা।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
এফইএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।