ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয় পার্টি

লালমনিরহাট-১ আসনে খালেদ আখতারকে জাপার প্রার্থী ঘোষণা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
লালমনিরহাট-১ আসনে খালেদ আখতারকে জাপার প্রার্থী ঘোষণা

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) মো. খালেদ আখতারকে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-১ (পাটগ্রাম এবং হাতিবান্ধা উপজেলা) আসনের জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সার্বিক সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে।

পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ জাপার গঠনতন্ত্রের ২০/১/ক ধারায় প্রদত্ত ক্ষমতাবলে রোববার (১৯ নভেম্বর) তাকে এই দায়িত্ব দেন।

এ সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মেজর (অব.) খালেদ আখতার ওই আসনের অন্তর্গত উভয় উপজেলার জাতীয় পার্টিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের কমিটি গঠন-পুনর্গঠন বা শক্তিশালী করার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

 

জাতীয় পার্টির জেলা কমিটি তাকে সর্বাত্মক সহযোগিতা করবে বলেও জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।