ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয় পার্টি

বিপ্লবের মাকে দেখতে হাসপাতালে জাপা নেতারা 

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৬
বিপ্লবের মাকে দেখতে হাসপাতালে জাপা নেতারা 

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় নেতা জাহিদ হোসেন বিপ্লবের মা সালমা বেগম স্ট্রোকে অাক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে তাকে দেখতে গেছেন জাপা নেতারা।

 

বৃহস্পতিবার (০৬ অক্টোবর) বিকেলে তিনি ব্রেনস্ট্রোক করলে তাকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে নেওয়া হয় তাকে।  

বর্তমানে হাসপাতালের নিউরোলজি বিশেষজ্ঞ ডা. মহিবুর রহমানের তত্ত্বাবধায়নে রয়েছেন।  

এদিকে বিপ্লবের মায়ের অসুস্থতার খবরে হাসপাতালে ছুটে যান জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য (এমপি) কাজী ফিরোজ রশিদ, এমপি সৈয়দ আবু হোসেন বাবলা, জাপা নেতা সাইদুর রহমান টেপা, এটিইউএম তাজ রহমান, জাপার উপদেস্টা অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, যুগ্ম-মহাসচিব ইয়াহিয়া চৌধুরী প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৬
এএটি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।