ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয় পার্টি

রংপুরে ঈদের নামাজ আদায় করলেন এইচএম এরশাদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৬
রংপুরে ঈদের নামাজ আদায় করলেন এইচএম এরশাদ

রংপুর: নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে প্রধান ঈদের জামাতসহ জেলায় ছোট-বড় ১ হাজার ৪১৬টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। এ মাঠে ঈদের নামাজ আদায় করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেই মোহাম্মদ এরশাদ।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় কালেক্টরেট ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন, রংপুর কেন্দ্রীয় কোর্ট জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা হাফিজুল ইসলাম।

নামাজের আগে কোরবানি ও ঈদুল আজহার তাৎপর্য তুলে ধরেন মাওলানা আলহাজ্ব মাওলানা হাফিজুল ইসলাম।

এ জামাতে নামাজ আদায় করেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ এরশাদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, রংপুর সিটি মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু, বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.একে এম নুন উন-নবী, জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার,অতিরিক্ত ম্যাজিস্ট্রেট একে,এম মারুফ হাসান, জেলা প্রশাসকসহ জেলার বিশিষ্ট রাজনৈতিক নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ।

নামাজ শেষে বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। একসঙ্গে কয়েক হাজার মুসুল্লি নামাজ আদায় করেছেন।  

এছাড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে সকাল ৭টা ৪৫ মিনিটে, মুন্সিপাড়া ঈদগাহে সকাল সাড়ে ৮টায়, কেরামতিয়া জামে মসজিদে প্রথম জামাত সকাল সাড়ে ৯টায় ও দ্বিতীয় জামাত ১০টায়, মণ্ডলপাড়া বড় ঈদগাহ ও দামোদরপুর বড় ময়দানে সাড়ে ৯টায় এবং রংপুর মেডিকেল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

রংপুরের উপজেলাগুলোতে সকাল সাড়ে ৮টা থেকে সকাল ১০টা পর্যন্ত ধর্মপ্রাণ মুসলমানরা নামাজ আদায় করেন। বদরগঞ্জ উপজেলার চান্দামাড়ি কারামতিয়া ঈদগাহে সকাল সাড়ে ৯টায়,পীরগাছা উপজেলার জেএন উচ্চ বিদ্যালয় মাঠ, কাউনিয়া কেন্দ্রীয় ঈদগাহ, মিঠাপুকুর উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ, তারাগঞ্জ চৌপথি ঈদগাহ, পীরগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ, বদরগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ও সদর উপজেলা পরিষদ ঈদগাহে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

 

গঙ্গাচড়া পাইকান বড় জুম্মা মসজিদ মাঠে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। রংপুর ধাপ স্টাফ কোয়ার্টার জামে মসজিদ মাঠ ও বুড়িরহাট কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৯টায়  ঈদের জামাত করেন।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৬
বিএস

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।