ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয় পার্টি

শোলাকিয়ার ঘটনায় এরশাদের নিন্দা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, জুলাই ৭, ২০১৬
শোলাকিয়ার ঘটনায় এরশাদের নিন্দা

ঢাকা: কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের বৃহত্তম ঈদ জামাতের পাশে পুলিশ টহলের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বৃহস্পতিবার (০৭ জুলাই) দুপুরে এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান।


 
এক বিবৃতিতে সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, পবিত্র ঈদের দিনে ঈদের নামাজ চলাকালে ঈদ জামাতের পাশে যারা এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে পারে তারা ইসলামের শত্রু। ইসলামে এসব অজ্ঞাত শত্রুদের চিহ্নিত করে তাদের নির্মূল করতে হবে।

এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।
 
শোলাকিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত পুলিশ সদস্যের আত্মার মাগফেরাত কামনা করেন এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করেন। সেই সঙ্গে দেশবাসীকে ধৈর্য্যধারণ এবং পরিস্থিতি মোকাবেলার সাহস রাখার আহ্বান জানান এরশাদ।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৬
এসআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।