ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয় পার্টি

জাপার উপদেষ্টা-ভাইস চেয়ারম্যান পদে মনোনীতদের নাম ঘোষণা

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, জুন ২২, ২০১৬
জাপার উপদেষ্টা-ভাইস চেয়ারম্যান পদে মনোনীতদের নাম ঘোষণা

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে উপদেষ্টা পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ২১ জন, যুগ্ম-মহাসচিব পদে ১৬ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৬ জনের নাম ঘোষণা করা হয়েছে।

বুধবার (২২ জুন) পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এ নাম ঘোষণা করেন।

তার প্রেস অ্যাড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এই চার পদে মনোনীত নেতারা হলেন যথাক্রমে- উপদেষ্টা অ্যাডভোকেট মোস্তফা জামাল বেবী, অধ্যক্ষা রওশন আরা মান্নান, ক্বারী মো. হাবিবুল্লাহ বেলালী, মো. নোমান ও কাজী মামুনুর রশীদ; ভাইস চেয়ারম্যান শেখ আবুল হোসেন, আব্দুস সাত্তার মিয়া, মো. দেলওয়ার হোসেন, এইচএমএন শফিকুর রহমান, মো. মোফাজ্জল হোসেন, হাজী আবু বকর, মো. আরিফুর রহমান খান, আলমগীর সিকদার লোটন, দেওয়ান আলী, বাহাউদ্দিন আহমেদ বাবুল, নুরুল ইসলাম নুরু, অধ্যাপক ইকবাল হোসেন রাজু, অধ্যাপক মহসিন ইসলাম হাবুল, দিদারুল আলম দিদার, আমানত হোসেন আমানত, সফিকুল ইসলাম সেন্টু, সরদার শাহজাহান, মাহবুব আলী বুলু, এমরান হোসেন মিয়া, ফখরুজ্জামান জাহাঙ্গীর ও নজরুল ইসলাম; যুগ্ম-মহাসচিব লিয়াকত হোসেন খোকা, গোলাম মোহাম্মদ রাজু, শফিকুল ইসলাম মধু, আসিফ শাহরিয়ার, মোস্তাকুর রহমান মোস্তাক, শেখ আলমগীর হোসেন, অ্যাডভোকেট মো. তোফাজ্জল হোসেন, আশরাফ সিদ্দিকী, জাহাঙ্গীর হোসেন মানিক, নুরুল ইসলাম ওমর, ইয়াহ্ ইয়া চৌধুরী, নুরুল ইসলাম, সালাউদ্দিন আহমেদ মুক্তি, নাজমা আখতার, মো. শফিকুল ইসলাম শফিক ও মো. দিদারুল কবির দিদার এবং সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবিদ আলী চৌধুরী, মো. মোতাহারুল ইসলাম, শরিফুল ইসলাম চৌধুরী (সরু চৌধুরী), জহিরুল আলম রুবেল, রফিকুল ইসলাম ও মোবারক হোসেন আজাদ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্টির নির্বাহী কমিটিতে পর্যায়ক্রমে অবশিষ্ট পদে মনোনীত নেতাদের নামও ঘোষণা করা হবে ।  

জাতীয় পার্টির ৮ম জাতীয় কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক দলের চেয়ারম্যান অষ্টম কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে পর্যায়ক্রমে বিভিন্ন পদে নিয়োগ প্রাপ্তদের নাম ঘোষণা করছেন। পূর্ণাঙ্গ কমিটি গঠনের সময় পার্টির চেয়ারম্যান তালিকায় নামের ক্রমানুসার নির্ধারণ করবেন।  

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জুন ২২, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।