ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয় পার্টি

অভিমানী রওশনের মান ভাঙালেন এরশাদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, মে ১৪, ২০১৬
অভিমানী রওশনের মান ভাঙালেন এরশাদ

আইইবি থেকে: রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) প্রাঙ্গণে চলছে জাতীয় পার্টির ৮ম জাতীয় সম্মেলন। গ্রীষ্মের তাপদাহ ঠেকাতে মঞ্চ উপর থেকে শুরু করে বিরাট ছাউনি টাঙানো হয়েছে।

রয়েছে অসংখ্য বৈদ্যুতিক পাখা। কিন্তু সভা শুরু না হতেই হয়ে গেলো বিপত্তি।

হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে মঞ্চে আসন নিয়ে গরমের কবলে পড়েন দলের সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ। কারণ গাড়ির ঠাণ্ডা বাতাস থেকে বেরিয়ে মঞ্চের যেখানে তিনি আসন নেন, সেখানে কোনো বৈদ্যুতিক পাখা ছিলো না।

এমন অবস্থায় কার না অভিমান হয়! সাবেক ফার্স্ট লেডিও অভিমান করেই আসন ছাড়ছিলেন। মুখে কিছু না বললেও এরশাদ বিষয়টি উপলব্ধি করে তাৎক্ষণিক ব্যবস্থাও করে ফেললেন। তড়িৎ ইশারায় বড় স্ট্যান্ড ফ্যানের (পাখা) ব্যবস্থা হলো।

পরে অবশ্য এই অভিমান আর দীর্ঘ হয়নি। বক্তৃতার শেষে গাওয়া গান সে প্রমাণই দেয়। দীর্ঘ বক্তৃতা শেষে ‘নতুন বাংলাদেশ গড়বো আমরা, নতুন করে আজ পথ নিলাম… গানটি গেয়ে শোনান তিনি। তার কণ্ঠে কণ্ঠ মেলান উপস্থিত হাজারো নেতা কর্মী।

** অভিন্ন নেতৃত্বের প্রতি আস্থা রাখার আহ্বান কাদেরের
** সাধারণের মতোই ‘পরিবার’ নিয়ে হাজির এরশাদ
** জাপা কাউন্সিল: মহাধুমধামে সস্ত্রীক হাজির মহাসচিব
** জাপা কাউ‌ন্সিল ঘিরে উৎসবের আমেজ

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, মে ১৪, ২০১৬
জেপি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।