ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

৪১৬ হাজি নিয়ে ঢাকায় ফিরল বিমানের প্রথম ফ্লাইট

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪১ ঘণ্টা, জুলাই ১৫, ২০২২
৪১৬ হাজি নিয়ে ঢাকায় ফিরল বিমানের প্রথম ফ্লাইট ছবি: সংগৃহীত

পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা শেষে ঢাকায় ফিরেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ফ্লাইট।  

বৃহস্পতিবার (১৪ জুলাই) রাত সাড়ে ১০টায় ৪১৬ জনকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটটি।

রাত ১১টার পর টার্মিনাল-২ দিয়ে বের হন হাজিরা। এ সময় তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে জমজম কূপের পানি উপহার দেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কর্মকর্তারা। বিমান বাংলাদেশ এয়ারলাইনস ছাড়াও হাজিদের পরিবহনে পৃথক ফ্লাইট পরিচালনা করবে সৌদি এয়ারলাইনস ও নাস এয়ার। আগামী ৪ আগস্ট পর্যন্ত হজের ফিরতি ফ্লাইট চলবে।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সোহেল কামরুজ্জামান   জানান, এ বছর বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৩৯ জন পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব গেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৮৭টি ফ্লাইটে ৩০ হাজার ৩৬১ জন, সৌদি এয়ারলাইনসের ৬৩টি ফ্লাইটে ২৩ হাজার ৯১৪ জন ও নাস এয়ারের ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৮৬৪ জন সৌদি আরব গেছেন। তিনটি এয়ারলাইনসের মোট ফ্লাইটের সংখ্যা ১৬৪টি। গত ৯ জুলাই সৌদি আরবে ঈদুল আজহা অনুষ্ঠিত হয়। এর মধ্যমে হজের আনুষ্ঠানিকতা শেষ হয়।

বাংলাদেশ সময়: ০৮৩৮ ঘণ্টা, জুলাই ১৫, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।