ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

‘মুসলিমদের আত্মত্যাগের সাক্ষী’ প্যারিস গ্র্যান্ড মসজিদ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৯
‘মুসলিমদের আত্মত্যাগের সাক্ষী’ প্যারিস গ্র্যান্ড মসজিদ

ফ্রান্স বিশ্বের অন্যতম পরাশক্তি ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। পাঁচ লাখ ৪৭ হাজার বর্গকিলোমিটারের এই দেশের অবস্থান পশ্চিম ইউরোপে। ২০০৪ সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা ছয় কোটি চার লাখ ২৪ হাজার।

দেশটিতে রোমান ক্যাথলিক খ্রিস্টান ধর্মের লোক বেশি। সেই দেশে প্রায় ৬০ লাখ মুসলমান বসবাস করে, যা মোট জনসংখ্যার ১০ ভাগ।

প্রটেস্ট্যান্ট খ্রিস্টান ও ইহুদিদের সংখ্যা মুসলমানদের চেয়ে অনেক কম।

.

এই মুসলমানরা বেশির ভাগই আলজেরিয়া, তিউনিসিয়া ও মরক্কো থেকে এসে ফ্রান্সের বিভিন্ন শহরে বসতি স্থাপন করেছেন। সংখ্যায় মুসলমানরা কম হলেও জার্মানির আক্রমণ থেকে ফ্রান্সের ভূখণ্ড রক্ষায় প্রথম মহাযুদ্ধে প্রায় ৩৮ হাজার মুসলমান ফ্রান্সের জন্য জীবন দিয়েছে। এই যুদ্ধে প্রাণ বিসর্জনকারী মুসলমানদের সম্মানে ফ্রান্সের সরকার ১৯২৬ সালে প্যারিসে গ্র্যান্ড মসজিদ স্থাপন করে। ধারণা করা হচ্ছে, অমুসলিম এই ফ্রান্সের এটিই প্রথম মসজিদ, যা এখনো মুসলমানদের আত্মত্যাগের সাক্ষী হিসেবে বিদ্যমান।

.

গ্র্যান্ড মসজিদ নির্মাণের ইতিবৃত্ত
১৮৪২ সালের সূচনালগ্ন থেকেই ফ্রান্স সরকারের কাছে মুসলমানরা একটি মসজিদ নির্মাণের অনুমতি চেয়ে আবেদনপত্র জমা দিয়ে আসছিলেন। অবশ্য ১৮৫৬ সালে অটোমান (ওসমানি) দূতাবাসের প্রচেষ্টায় মুসলমান শহীদদের ‘পেরা লেচিস’ কবরস্থানে দাফনের জন্য পৃথক জায়গা নির্ধারণ করা সম্ভব হয়েছিল।

.

তারপর প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। এতে এক লাখ মুসলিম সৈন্য ফ্রান্সের পক্ষে লড়াই করেন। হাজার হাজার মুসলমান নিজের প্রাণ বিসর্জন দেন। আর মুসলমানদের এই আত্মত্যাগ অবশেষে ফ্রান্স সরকারকে মসজিদ নির্মাণের অনুমতি দিতে উদ্বুদ্ধ করে।

১৯২০ সালের ১৯ আগস্ট ফ্রান্স সরকার মসজিদ নির্মাণের জন্য সরকারি তহবিল থেকে পাঁচ লাখ ফ্রাংকের (দেশীয় মুদ্রা) বিল পাস করে। প্যারিস নগরীর পুরনো হাসপাতালের কাছে এক হাজার মানুষের নামাজ আদায়ের সুবিধা রেখে একটি মসজিদ, গ্রন্থাগার, মাদরাসা ও কনফারেন্সরুম নির্মিত হয়।

.

১৯২২ সালের ১৯ অক্টোবর ঠিক দুপুর ২টায় ফ্রান্স সরকার ও মুসলিম বিশ্বের একাধিক রাষ্ট্রীয় অতিথির উপস্থিতিতে আর্কিটেক্ট মাউরিস ট্রানচান্ট ডি লুনেলের নেতৃত্বে মসজিদের ভিত্তি স্থাপন করা হয়। ১৯২৬ সালের ১৫ জুলাই শায়খ আহমাদ আল আলাওয়ি (১৮৬৯-১৯৩৪) ফ্রান্সের প্রেসিডেন্ট গাস্টন ডোমারগোর উপস্থিতিতে সর্বপ্রথম নামাজের ইমামতি করে মসজিদটি উদ্বোধন করেন।

.

মসজিদটি নির্মাণের ক্ষেত্রে মরক্কোর নির্মাণশৈলী অনুসরণ করা হয়। ফিজে অবস্থিত মরক্কোর প্রাচীনতম ও অন্যতম বৃহৎ মসজিদ ‘আল কারাওয়িয়্যাহর’ আদলে মসজিদটি স্থাপিত হয়। অন্যদিকে তিউনিসিয়ার জায়তুন মসজিদের মিনারের অনুকরণে এখানকার মিনারটি নির্মিত হয়।

ইহুদিদের জন্য আশ্রয়কেন্দ্র ছিল মসজিদটি
বিস্ময়ের কথা হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মসজিদটি উত্তর আফ্রিকান ও ইউরোপিয়ান ইহুদিদের জন্য আশ্রয়কেন্দ্র হিসেবে কাজে আসে। হিটলার বাহিনীর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য এখানে এসে ইহুদিরা আত্মগোপন করে থাকত।

.

এমনকি মসজিদ কমিটি তাদের জন্য ভুয়া মুসলিম জন্মনিবন্ধন কার্ডও তৈরি করে দিয়েছিল। আশ্রয় নেওয়া ইহুদিদের নির্দিষ্ট সংখ্যার হিসাব পাওয়া না গেলেও আনুমানিক বলা যায়, তাদের সংখ্যা ৫০০ থেকে এক হাজার ৬০০ পর্যন্ত পৌঁছেছিল; বরং এর চেয়েও বেশি।

.

২০১১ সালের ৩ অক্টোবর ‘নিউ ইয়র্ক টাইমস’ পত্রিকায় প্যারিসের এই গ্র্যান্ড মসজিদসংক্রান্ত এলিয়েন সিওলিনো কর্তৃক একটি নাতিদীর্ঘ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘গত সপ্তাহে ফ্রান্সে হিটলারের নাৎসি বাহিনীর যুদ্ধবিষয়ক একটি ডকুমেন্টারি ফিল্ম নির্মিত ও প্রচারিত হয়েছে। ফিল্মটি দেখে তখনকার ফ্রান্সের অনেক দুর্লভ তথ্য ও চিত্র সম্পর্কে নতুন করে জানা যায়। বিশেষত ওই সময় মুসলমান সৈন্যদলের বীরত্বপূর্ণ অবদান ও প্যারিসের গ্র্যান্ড মসজিদের বিরল ইতিহাস ফুটে উঠেছে ওই ফিল্মে। দেখা যায়, মুসলমানরা ওই মসজিদের মাধ্যমে হাজার হাজার ইহুদিকে নাৎসি বাহিনীর নির্যাতন থেকে রক্ষা করেছে।

.

ফ্রান্সের প্রখ্যাত ইতিহাসবিদ বেঞ্জামিন স্তোরা মন্তব্য করেন, ‘ফিল্মটি মূলত একটি ইতিহাস। নাৎসিদের আক্রমণ থেকে ফ্রান্সকে রক্ষা করতে মুসলমানদের বীরত্বের কথা বলা হলেও ওই সংকটময় মুহূর্তে ইহুদিদের প্রাণ রক্ষায় তারা যে অবিশ্বাস্য কৃতিত্ব দেখিয়েছিল, তা অনেকেই জানে না। এই ফিল্ম সেই অজানা ইতিহাস দর্শকদের স্মরণ করিয়ে দেবে। ’  (https://goo.gl/wZCaXY)

.

প্যারিসের এই গ্র্যান্ড মসজিদ ইউরোপের তৃতীয় বৃহত্তম মসজিদ হিসেবে বিবেচিত। মসজিদটি পুরো ফ্রান্সে ধর্মীয় ও সামাজিক অনেক অবদান রেখে চলছে। দেশটিতে বসবাসরত মুসলমানদের সংখ্যা ছয় মিলিয়ন ছাড়িয়ে গেলেও মসজিদের সংখ্যা মাত্র ১২১টি। এই দৃষ্টিকোণ থেকে প্যারিসের গ্র্যান্ড মসজিদ তার ঐতিহাসিক কৃতিত্ব, ঐতিহ্য ও গুরুত্বের বিবেচনায় ইউরোপীয় মুসলমানদের জন্য অনেক কিছু।

.

লেখক: আলেম-লেখক ও আলোচক, ইকরা টিভি, লন্ডন।

ইসলাম বিভাগে আপনিও লিখতে পারেন। লেখা পাঠাতে ই-মেইল করুন: [email protected]

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৯
এমএমইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।