ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

মক্কা ও কাবা এলাকায় দোয়া কবুলের জায়গাসমূহ

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৭
মক্কা ও কাবা এলাকায় দোয়া কবুলের জায়গাসমূহ মক্কা ও কাবা এলাকায় দোয়া কবুলের জায়গাসমূহ

পবিত্র মক্কা ও কাবা শরিফের বিভিন্ন জায়গায় দোয়া করলে সেসব দোয়া কবুল করার কথা বিভিন্ন হাদিসে ইরশাদ হয়েছে।

সেসব জায়গায় খুব আদব, ভক্তি ও বিনয়ের সঙ্গে খাস দিলে দোয়া করা দরকার। দুনিয়ার যাবতীয় জায়েজ নেক মাকসুদের জন্য দোয়া করা উচিত।

 

দোয়া কবুলের জায়গাগুলো হলো-

মাতাফ। তাওয়াফ করার স্থানকে মাতাফ বলে।

মুলতাযাম: হাজরে আসওয়াদ থেকে বায়তুল্লাহর দরজা পর্যন্ত স্থানকে মুলতাযাম বলে।  

হাতিমের মধ্যে।  

পবিত্র কাবাঘরের ভেতরে।

জমজম কূপের কাছে (যদিও কূপ এখন বেসমেন্টের নিচে, চাইলেও এখন দেখা যায় না, কিন্তু জায়গাটা রয়েছে)।

মাকামে ইবরাহিমের কাছে।

সাফা ও মারওয়া পাহাড়ের ওপর।

সাফা ও মারওয়া পাহাড়ের মাঝখানে।

পবিত্র বায়তুল্লাহর দিকে যখন প্রথম দৃষ্টি পড়ে।

রুকনে ইয়ামানি ও হাজরে আসওয়াদের মাঝখানে।

আরাফাতের ময়দানে।

মুজদালিফার ময়দানে।

মিনার ময়দান ও মিনার মসজিদে খায়েফে।

কঙ্কর নিক্ষেপের স্থানে।

ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: [email protected]

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৭
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।