ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

শাওয়াল মাসে ৩২ হাজার কিউবিক মিটার জমজমের পানি বিতরণ

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৭
শাওয়াল মাসে ৩২ হাজার কিউবিক মিটার জমজমের পানি বিতরণ শাওয়াল মাসে ৩২ হাজার কিউবিক মিটার জমজমের পানি বিতরণ

জমজম কূয়ার পানি সমগ্র মুসলিম জাহানের জন্য এক আরাধ্য পানীয়। সৌদি আরবে কেউ হজ কিংবা ওমরা পালন করতে গেলে জমজমের পানি নিয়ে দেশে ফেরেন।

জানা গেছে, শুধু শাওয়াল (জুলাই) মাসেই ৩২ হাজার কিউবিক (cubic) মিটার জমজমের পানি সংগ্রহ করেছেন ওমরা পালনকারীরা।

হজ ও ওমরা পালনকারীদের মাঝে জমজমের পানি বন্টনের জন্য সৌদি আরবে চালু আছে ‘কিং আবদুল্লাহ বিন আবদুল আজিজ প্রজেক্ট।

’ 

ওই প্রজেক্টের পরিচালক আহমেদ বিন ওমর বাল্লামাশ (Ahmed bin Omar Ballamash) জানান, গত জুলাইয়ে গ্র্যান্ড মসজিদে (মসজিদে হারাম) ২১ হাজার ২২৯ কিউবিক মিটার এবং মসজিদে নববীতে ১১ হাজার ২২৯ কিউবিক মিটার জমজম পানি বিতরণ করা হয়েছে।

বাল্লামাশ আরও জানান, মক্কার কাদ্দিতে অবস্থিত জমজম পানির প্রধান বিতরণ কেন্দ্র থেকে ১ লাখ ৬৯ হাজার ৮৭০ জনের জন্য জমজম পানির বোতল বরাদ্দ দেওয়া হয়।

এদিকে, সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওমরা মৌসুম শুরু হওয়ার পর এখন পর্যন্ত ১ লাখ ২৬ হাজার ৬৯১ জন ওমরা পালনকারীবে মক্কা হাসপাতালের জরুরী বিভাগে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। তন্মধ্যে প্রাথমিক সেবা নিয়েছেন ১৪ হাজার ৪৮৩ জন। বাকীদের ভর্তি করে সেবা দেওয়া হয়েছে এমনকি জরুরী অস্ত্রোপচারও করা হয়েছে অনেককে।  

-আরব নিউজ অবলম্বনে
আরও পড়ুন
মালয়েশিয়ায় ছোটদের হজ প্রশিক্ষণে ব্যাপক সাড়া
মক্কার দর্শনীয় কিছু স্থান
জেদ্দায় পৌঁছেছে প্রথম হজ-ফ্লাইট
ঢাকায় ফেরার পর প্রতি হাজিকে জমজমের ৫ লিটার পানি​
আল্লাহুম্মা লাব্বায়েকের ডাকে ঢাকা ছাড়লো ১ম ফ্লাইট
কাতারের নাগরিকদের হজ পালনে বাধা নেই
সংক্ষিপ্ত হজ গাইড: হজের কিছু বিশেষ স্থান ও পরিভাষা
সংক্ষিপ্ত হজ গাইড: হজের ধারাবাহিক কার্যক্রম
সংক্ষিপ্ত হজ গাইড: হজযাত্রীদের জন্য কিছু জরুরি পরামর্শ
সংক্ষিপ্ত হজ গাইড: মক্কায় পৌঁছার পর করণীয়
সংক্ষিপ্ত হজ গাইড: হজযাত্রীদের যা জানা আবশ্যক
নিবন্ধনের শেষদিন: হজের ১৫০ কোটা এখনও পূরণ হয়নি
মক্কা-মদিনায় প্রিয় নবী সা.-এর স্মৃতিময় কিছু স্থান
হজযাত্রীদের ট্রলি-ব্যাগ সরবরাহে অনিয়মে ছাড় নয়
সৌদির সঙ্গে সরাসরি হজ ফ্লাইট চায় ইসরাইল!
বেসরকারি হজযাত্রীদের ভিসার আবেদন গ্রহণ শুরু হয়েছে
হজের সময় সরকারি হজযাত্রীদের নিজ দায়িত্বে খেতে হবে
বাংলাদেশি হাজীদের স্বাস্থ্যসেবায় ২৬৭ সদস্যের দল ঘোষণা​
ইংল্যান্ড থেকে সাইকেলযোগে হজ পালনে যাত্রা শুরু
প্রতিবন্ধীকে কাবা তওয়াফে সহযোগিতার হৃদয়স্পর্শী ঘটনা
পবিত্র হজযাত্রায় যেসব উপকরণ সঙ্গে নিতে হবে
পবিত্র হজযাত্রার প্রস্তুতিতে যেসব বিষয় মনে রাখা দরকার
বদলি হজের বিধি-বিধান
২০১৮ সালের হজের প্রাক-নিবন্ধন শেষের পথে!
হজের সময় ইরানকে অস্থায়ী দূতাবাসের অনুমতি সৌদির
হাজীদের ট্রলি ব্যাগ দেবে এজেন্সি, তদারকি করবে হাব
২৪ জুলাই থেকে হজ ফ্লাইট, ১২ জুলাই থেকে টিকা
হাজীদের স্বস্তি দিতে বহুমাত্রিক ডিজিটাল ছাতা
সমুদ্রপথে পুনরায় হজ রুট চালু করবে ভারত

ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: [email protected]

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৭
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।