ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

জেদ্দায় পৌঁছেছে প্রথম হজ-ফ্লাইট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৩ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
জেদ্দায় পৌঁছেছে প্রথম হজ-ফ্লাইট জেদ্দায় পৌঁছেছে প্রথম হজ-ফ্লাইট- ছবি: জিএম মুজিবুর

ঢাকা: বাংলাদেশ থেকে ৪১৮ জন যাত্রী নিয়ে হজের প্রথম ফ্লাইট জেদ্দায় পৌঁছেছে। সোমবার (২৪ জুলাই) বাংলাদেশ সময় দুপুর ২টা ১৩ মিনিটে জেদ্দা কিং আব্দুল আজিজ বিমানবন্দরের হজ টার্মিনালে অবতরণ করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এসময় বিমানবন্দরে বাংলাদেশি রাষ্ট্রদূত ছাড়াও, সৌদি সিভিল অ্যাভিয়েশনের বিভিন্ন কর্মকর্তাসহ দু’দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা হজ যাত্রীদের সংবর্ধনা জানান।

এর আগে সকাল ৭টা ৫৫ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-১০১১ ফ্লাইটটি হজযাত্রীদের নিয়ে ঢাকা ছেড়ে যায়। হজ ফ্লাইটের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। এসময় ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান সেখানে উপস্থিত ছিলেন।

এবছর বাংলাদেশ থেকে মোট ১‍ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী হজব্রত পালনে সৌদি আরবে যাবেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৯০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৯ হাজার ৫শ’ ৯ জনসহ মোট ৬৩ হাজার ৫শ ৯৯জন বিমানে যাবেন।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
এসআইজে/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।