ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

নিবন্ধনের শেষদিন: হজের ১৫০ কোটা এখনও পূরণ হয়নি

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৭
নিবন্ধনের শেষদিন: হজের ১৫০ কোটা এখনও পূরণ হয়নি নিবন্ধনের শেষদিন: হজের ১৫০ কোটা এখনও পূরণ হয়নি

সৌদি আরবের দেওয়া চলতি হজ মওসুমের জন্য নির্ধারিত এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটা এখনও পূরণ হয়নি।

সরকারি ব্যবস্থাপনায় অব্যবহৃত ৫ হাজার ৭শ’ জনের কোটা বেসরকারি ব্যবস্থাপনায় ছেড়ে দেওয়ার পর দুই দফা সময় বাড়িয়েও কোটা পূরণ করা যায়নি। এখনও ১৫০ জনের কোটা বাকি রয়েছে।

 

ফলে ধর্ম মন্ত্রণালয় শেষবারের মতো আরেক দফা সময় বাড়িয়েছে।  

রোববার (১৬ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বাকি ১৫০ জনের কোটা পূরণ করতে মঙ্গলবার (১৮ জুলাই) বিকেল ৫টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হজের প্রাক নিবন্ধনের ২২৭৪১৫ থেকে ২২৭৫৬৫ ক্রমিকের মধ্যে থাকা হজে গমনেচ্ছুক ব্যক্তিরা এ নিবন্ধনের সুযোগ পাবেন। ৬৩৫টি এজেন্সির মধ্যে অন্তর্ভুক্ত না থাকলে তারা স্থানান্তরের মাধ্যমে সমন্বয় করবেন।

যারা নিবন্ধন বা সমন্বয় করবেন না তারা হজে যেতে অনাগ্রহী হিসেবে পরিগণিত হবেন এবং পরে আর কোনো সুযোগ পাবেন না।  

ধর্ম মন্ত্রণালয়ের সহকারী সচিব (হজ-২) বেগম হাসিনা শিরীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি সরকারের ই-হজ সিস্টেমে অন্তর্ভুক্তির সময়সীমার কারণে বেসরকারি কোটা পূরণের এটিই সর্বশেষ বিজ্ঞপ্তি।

উল্লেখ্য, সৌদি সরকারের দেওয়া নির্দিষ্ট হজ কোটা থেকে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার কোটা রেখে বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১৭ হাজার ১৯৮ জনের কোটা ছেড়ে দেওয়া হয়।

কিন্তু সরকারি ব্যবস্থাপনায় মাত্র ৪ হাজার ৩শ’ হজযাত্রী নিবন্ধন করেন। তাই সরকারি কোটার অব্যবহৃত ৫ হাজার ৭শ’টি কোটা বেসরকারি এজেন্সিরা ব্যবহারের সুযোগ পাচ্ছেন।  

এ বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার সুযোগ পাচ্ছেন।

আরও পড়ুন-
সৌদির সঙ্গে সরাসরি হজ ফ্লাইট চায় ইসরাইল!
বেসরকারি হজযাত্রীদের ভিসার আবেদন গ্রহণ শুরু হয়েছে
হজের সময় সরকারি হজযাত্রীদের নিজ দায়িত্বে খেতে হবে
বাংলাদেশি হাজীদের স্বাস্থ্যসেবায় ২৬৭ সদস্যের দল ঘোষণা​
ইংল্যান্ড থেকে সাইকেলযোগে হজ পালনে যাত্রা শুরু
প্রতিবন্ধীকে কাবা তওয়াফে সহযোগিতার হৃদয়স্পর্শী ঘটনা
পবিত্র হজযাত্রায় যেসব উপকরণ সঙ্গে নিতে হবে
পবিত্র হজযাত্রার প্রস্তুতিতে যেসব বিষয় মনে রাখা দরকার
বদলি হজের বিধি-বিধান
২০১৮ সালের হজের প্রাক-নিবন্ধন শেষের পথে!
হজের সময় ইরানকে অস্থায়ী দূতাবাসের অনুমতি সৌদির
হাজীদের ট্রলি ব্যাগ দেবে এজেন্সি, তদারকি করবে হাব
২৪ জুলাই থেকে হজ ফ্লাইট, ১২ জুলাই থেকে টিকা
হাজীদের স্বস্তি দিতে বহুমাত্রিক ডিজিটাল ছাতা
সমুদ্রপথে পুনরায় হজ রুট চালু করবে ভারত


বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৭
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।