ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

বেতাগীতে মসজিদ উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
বেতাগীতে মসজিদ উদ্বোধন

বরগুনা: বেতাগী উপজেলার মোকামিয়ায় আলহাজ্ব ময়েজুদ্দিন মৃধা বাতুল মামুর জামে মসজিদ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৩১ ডিসেম্বর) বিকেলে আসর নামাজ আদায়ের মাধ্যমে বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাছানুর রহমান রিমন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদ কমপ্লেক্স চত্বরে আনুষ্ঠানিকভাবে মসজিদ উদ্বোধন করেন। এসময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মোকামিয়া দরবার শরীফের পীর মাওলানা শাহ মাহামুদুল হাসান ফেরদৌস।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির মধ্যে ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম মাহামুদুর রহমান, বেতাগী পৌরসভার মেয়র এ বি এম গোলাম কবির, বরিশাল সমাজ সেবা বিভাগের উপ-পরিচালক মো. মোশারেফ হোসেন ও সাবেক পৌর মেয়র আবুল কাশেম।

দাতা সংস্থা কুয়েত ফান্ড ও  স্থানীয়দের আর্থিক সহায়তায় ৬০ লাখ টাকা ব্যয়ে মসজিদটি নির্মাণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
বিএসকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।