ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

ইসলামিক সেন্টার মহল্লায় বাসা নিচ্ছেন ওবামা!

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, মে ২৮, ২০১৬
ইসলামিক সেন্টার মহল্লায় বাসা নিচ্ছেন ওবামা! ছবি: সংগৃহীত

নিয়মমাফিক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১৭ সালে হোয়াইট হাউস ছেড়ে চলে যাবেন। শ্বেত ভবন ছেড়ে ওবামা পরিবার কোথায় যাবেন, কীভাবে থাকবেন- এটা নিয়ে অনেকেরই রয়েছে কৌতূহল।

বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, ওয়াশিংটনের সাদা বাড়িটি ছেড়ে খুব দূরে যাচ্ছেন না ওবামা পরিবার সদস্যরা। আপাতত ওয়াশিংটনেই থাকবেন তারা।

ছোট মেয়ের পড়ালেখার কথা ভেবে ওবামা দম্পতি এ সিদ্ধান্ত নিয়েছেন। আর এ কারণেই কালোরামায় ৩৩ কোটি ৭৭ লাখ ৭৫ হাজার ৫৩৫ টাকা (৪৩ লাখ ডলার) ব্যয় করে ইজারা নিয়েছেন একটি বাড়ি।

ওবামার নতুন এ বাড়ি নিয়ে একটি চমকপ্রদ খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের রক্ষণশীল ও জনপ্রিয় সংবাদভিত্তিক ওয়েবসাইট দ্য ডেইলি কলার (thedailycaller)।

ওই প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউজ ছাড়ার পর ওবামা ও তার পরিবারের সদস্যরা (ফার্স্ট ফ্যামিলি) যে বিশাল বহু কোটি টাকা দামের অট্টালিকায় উঠবেন তা ওয়াশিংটনের একটি সুবিশাল মসজিদ থেকে মাত্র ১০৯৬ ফুট দূরে। অনেকের কাছে এলাকাটি ইসলামিক সেন্টার রোড বা মহল্লা নামে বেশি পরিচিত।

দ্য ইসলামিক সেন্টার অফ ওয়াশিংটন (The Islamic Center of Washington) নামের এই মসজিদটি পশ্চিম গোলার্ধের অন্যতম বড় মসজিদ। এটি ওয়াশিংটন ডিসির কাছে ক্যালোরোমার নিকটে অবস্থিত।

মুসলিম বাবার সন্তান ওবামাকে এখনও মুসলিম বলে অনেক রক্ষণশীল আমেরিকান মনে করেন। তবে ওবামা বলেছেন, তিনি বহু আগেই খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছেন।

ডেইলি কলারের প্রতিবেদনে দ্য ইসলামিক সেন্টার অফ ওয়াশিংটন সম্পর্কে বলা হয়, এখানে ঈদের নামাজ, জানাযার নামাজ, জুমার নামাজসহ দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের ব্যবস্থা রয়েছে। সুউচ্চ মিনার আর আরবি বর্ণমালার পাশাপাশি এখানে যেসব দেশের রাষ্ট্রধর্ম ইসলাম সেসব দেশের পতাকা টানানো রয়েছে। এর অদূরেই রয়েছে ওমানের দূতাবাস এবং ইরানের সাবেক দূতাবাস।

এখান থেকে ইসলামের জ্ঞান প্রসারে কোরআন ও ইসলামি সাহিত্য বিতরণ করা হয়। এছাড়া দরিদ্র পরিবারকে সহায়তা, বিয়ের আয়োজন, আরবি ভাষা বিষয়ক কোর্স, ধর্মীয় নানা পরামর্শ (ফতোয়া) প্রদান এবং ইসলাম বিষয়ে নানা গবেষণায় হয় এ মসজিদ থেকে। আলোচিত এই মসজিদের বিভিন্ন কর্মসূচিতে প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক অংশগ্রহণ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘন্টা, মে ২৮, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।