ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

মহানবী (স.) বিশ্ব শান্তি ও মুক্তির দিশারী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
মহানবী (স.) বিশ্ব শান্তি ও মুক্তির দিশারী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ইসলাম ধর্মের প্রবক্তা মহানবী হযরত মুহম্মদ (স.) দুনিয়ায় আগমণের কারণে বিশ্ববাসী শান্তি ও মুক্তির দিশা পেয়েছেন। পৃথিবীর মানুষ আল্লাহ সম্পর্কে জানতে পেরেছেন।

জাগতিক কল্যাণ ও আখিরাতের অনন্ত জীবন সম্পর্কে জানার সৌভাগ্য হয়েছে। তিনি বিশ্ব শান্তি ও মুক্তির দিশারী।

বুধবার (২৩ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া নামে সংগঠনের নেতাকর্মীরা এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

‘বাংলাদেশ একটি মুসলিম দেশ’ উল্লেখ করে সংগঠনটির সাধারণ সম্পাদক শাহ মুহাম্মদ আলমগীর খান মাইজভান্ডারী মহানবীর (স.) জন্মদিন (১২ রবিউল আউয়াল) ঈদে মিলাদুন্নবী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি জানান।

দিনটিকে রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য রাজধানীতে স্থায়ী ময়দান বরাদ্দ ও অনুষ্ঠানস্থলে যাতায়াতের জন্য বিশেষ ট্রেন চালু ও ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে পুস্তক প্রকাশেরও দাবি জানান তিনি।

শাহ মুহাম্মদ আলমগীর বলেন, আমরা গত ২৭ বছর ধরে দিবসটি পালন করে আসছি। সরকার সহযোগিতা করলে আরও জাঁকজমকপূর্ণভাবে দিনটি পালন করা যাবে।
সংবাদ সম্মেলনে সংগঠনটির সহসভাপতি মাওলানা নুরুল ইসলাম জামালপুরী, মুফতী বাকী বিল্লাহ আল আযহারীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
আরইউ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।