ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

বরিশালে কুরআন বিতরণ, কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, জুলাই ৪, ২০১৫
বরিশালে কুরআন বিতরণ, কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: আল কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে বরিশালে পবিত্র কুরআন শরীফ বিতরণ ও কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল মহানগরের অশ্বিনী কুমার টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আল কোরআন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।

ফাউন্ডেশনের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব নুরুর রহমান বেগের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন- জামে কশাই মসজিদের খতিব ও ইমাম  আব্দুল  মান্নান, বায়তুল মোকাররম মসজিদের ইমাম গামসুল আলম, ফকির বাড়ি মসজিদের ইমাম সিরাজুম মনির প্রমুখ।  

অনুষ্ঠানে অনুবাদসহ পবিত্র কোরআন শরীফের ৫০টি কপি বিতরণ করা হয়। প্রতিযোগিতায় বরিশাল মহানগরের ২৫টি মাদ্রাসার হাফেজ ও ইমামরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৫     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।