ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

ইসলাম

নওগাঁয় মিলছে না মেনিনজাইটিস টিকা, দুশ্চিন্তায় হজযাত্রীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৫
নওগাঁয় মিলছে না মেনিনজাইটিস টিকা, দুশ্চিন্তায় হজযাত্রীরা

নওগাঁ: সৌদি আরবের সরকার মেনিনজাইটিস টিকাদান বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে। ওমরাহ, পবিত্র হজ পালন কিংবা ভিজিট ভিসায় সৌদি আরবে যাওয়া যাত্রীদের জন্য এই টিকা নেওয়া বাধ্যতামূলক।

তবে নওগাঁ জেলায় মিলছে না মেনিনজাইটিস টিকা। এতে ভোগান্তিতে পড়ছেন হজযাত্রীরা। যাত্রীদের সঙ্গে দুশ্চিন্তায় রয়েছে হজ-ওমরাহ এজেন্সিগুলোও।

নওগাঁ জেলার হজযাত্রীদের অভিযোগ, কোথায় গেলে এই টিকা পাওয়া যাবে, এনিয়ে ধোঁয়াশায় আছেন হজযাত্রীরা। সরকার থেকে নির্দিষ্ট কোনো জায়গার কথাও বলা হয়নি। জেলা স্বাস্থ্য বিভাগে মেনিনজাইটিস টিকার কোনো মজুত নেই। টিকা সংকটের কারণে হজযাত্রীরা পবিত্র হজ পালন নিয়ে এখন অনিশ্চয়তার মুখে পড়েছেন। যা হজযাত্রীদের জন্য আর্থিক ও মানসিক চাপ সৃষ্টি করছে।

নওগাঁর বাসিন্দা ও হজযাত্রী আব্দুর রব বলেন, অনেক স্বপ্ন নিয়ে হজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। কিন্তু টিকার অভাবে এখন আমাদের চিন্তায় রাতের ঘুম হারাম হয়ে গেছে। কোথায় গেলে এই টিকা পাব, তা নিয়ে ধোঁয়াশার মধ্যে আছি। স্বাস্থ্য বিভাগ থেকে যদি কোনো উদ্যোগ নেওয়া হতো, তাহলে আমাদের জন্য সুবিধা হতো।

অপর এক ওমরাহ যাত্রী রিয়াজ উদ্দিন বলেন, যে এজেন্সির মাধ্যমে হজে যাব, সেখানে ফোন দিলেও সঠিকভাবে কিছু বলতে পারছে না যে কোথায় এই টিকা পাব। শুধু বলছে, ঢাকায় পাওয়া যাচ্ছে নাকি। এখন নওগাঁ থেকে ঢাকায় কোথায় গিয়ে এই টিকা খুঁজবো যা আমাদের জন্য খুবই ভোগান্তি কারণ।  

হজ ও ওমরাহ নিয়ে কাজ করা নওগাঁর মান্দা উপজেলার দেওয়ান হজ কাফেলার এজেন্সির ম্যানেজার আবদুল্লাহ আল-মাসুদ বলেন, ওমরার জন্য এই টিকা নেওয়া বাধ্যতামূলক এ খবর জানার পর ওমরাহ করতে যাবেন এরকম যাত্রীরা ফোন দিচ্ছেন। আমরাও সঠিক কোনো জবাব দিতে পারছি না। অনেকেই টিকিটের তারিখ বাতিল করার কথা বলছেন। এতে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে।

তিনি আরও বলেন, এই টিকা কোথায় পাওয়া যাচ্ছে, এনিয়ে ধোঁয়াশায় আছি আমরাও। শুনতে পাচ্ছি ঢাকার দু-একটি হাসপাতালে এই টিকা পাওয়া যাচ্ছে। যাত্রীদের এই দুর্ভোগ কমাতে সরকার যদি জেলা বা বিভাগীয় পর্যায়ে টিকা নেওয়ার ব্যবস্থা করে তাহলে সবার জন্য সুবিধা হতো।

এ বিষয়ে নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মুনির আলী আকন্দ বলেন, আমাদের কাছে এই টিকার কোনো মজুত নেই। ঢাকাতে যোগাযোগ করে এই টিকা নিতে হবে।

এদিকে সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম বলেন, প্রধান দুটি হজের সময় এই টিকা জেলা স্বাস্থ্য বিভাগ থেকে দেওয়া হয়। এছাড়া এই টিকা পাওয়া যায় না। ওমরা হজের জন্য সরকারিভাবে দেওয়া হয় না। বাইরে থেকে কিনে নিয়ে দিতে হয়।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।