ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ইসলাম

রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানাল আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৫
রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানাল আমিরাত

২০২৫ সালের পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাত। দেশটির জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান জ্যোতির্বিজ্ঞানী ইব্রাহিম আল জারওয়ান বলেছেন, আগামী ১ মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা বেশি।

এবারের রমজান মাসটি ২৯ দিনের হলে আগামী ৩০ মার্চ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় ঈদুল ফিতর পালিত হবে। অপরদিকে ৩০ দিনের হলে ৩১ মার্চ হবে ঈদ।

অর্থাৎ আর মাত্র সাত সপ্তাহ পরই শুরু হবে ইসলাম ধর্মে পবিত্র মাস রমজান।  

বিশ্বব্যাপী মুসলমানরা চাঁদ দেখে রমজান মাসের তারিখ ঘোষণা করে থাকে, যা চাঁদ দেখা কমিটির দ্বারা নিশ্চিত করা সাপেক্ষে হয়। কিছু দেশে অবশ্য ক্যালেন্ডার গণনার মাধ্যমে আগে থেকেই দিন-তারিখ নির্ধারণ করা থাকে।

রমজানের সময় সংযুক্ত আরব আমিরাতের শ্রম আইন কাজের সময় আট ঘণ্টাকে কমিয়ে ছয় ঘণ্টা করে দেয়।

আরবি ১২ মাসের মধ্যে নবম মাস হলো রমজান। এই মাসটি রোজা রাখার পাশাপাশি ইবাদত ও দান সদকা দেওয়ার মাধ্যমে কাটান বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমরা। এ মাসে দিনে পানাহার থেকে বিরত থাকতে হয় ও রাতে কিয়ামুল লাইলে মগ্ন থাকতে হয়। এটি কুরআনের নাযিলের মাস। রমজান মাসেই ভাগ্যে মিলে লাইলাতুল কদর বা মহিমান্বিত রজনী, যে রাত হাজার মাসের অপেক্ষা উত্তম।  

তথ্যসূত্র: গাল্ফ নিউজ

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৫
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।