ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

মাগুরায় ৩ দিনের আঞ্চলিক ইজতেমা

ডিস্ট্রিক্ট  করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৪
মাগুরায় ৩ দিনের আঞ্চলিক ইজতেমা

মাগুরা: মাগুরায় কাটাখালী বাজার এলাকায় শুক্রবার (৮ নভেম্বর) আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে তিনদিনের আঞ্চলিক ইজতেমা।  

ইজতেমায় মাগুরা অঞ্চলের তাবলিগের সাথীরা ছাড়াও সৌদি আরব, চীন, ফিলিপাইন, ইন্দোনেশিয়াসহ দেশের বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নিয়েছেন।

শুক্রবার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় আঞ্চলিক ইজতেমা।

ইজতেমাকে নির্বিঘ্ন করতে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মাগুরা চার উপজেলা ও একটি পৌরসভাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আশা প্রায় ১৫ হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। রোববার (১০ নভেম্বর) আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে তিনদিনের আঞ্চলিক ইজতেমার আনুষ্ঠানিকতা।

মাগুরা জেলা তাবলিগের মাওয়ালা রুহুল আমি ইজতেমায় বয়ান করেন। ইজতেমার নামাম আদায় করেন। তিনদিন ধরে চলা এ আঞ্চলিক ইজতেমায় জেলার বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা এসেছেন।  

জেলা প্রশাসনের পক্ষ থেকে ইজতেমার আয়োজনে সব ধরনের সাহায্য-সহযোগিতা করছেন।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।