ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

ইসলাম

বরিশালে কখন কোথায় ঈদের জামাত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, জুন ১৫, ২০২৪
বরিশালে কখন কোথায় ঈদের জামাত

বরিশাল: বরিশাল নগরে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে বান্দরোডস্থ হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে।  

যেখানে ইমামতি করবেন নগরের কশাই মসজিদের পেশ ইমাম মাওলানা কাজী আব্দুল মান্নান বলে জানিয়েছেন বরিশাল সিটি করপোরেশন জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেল।

 

তিনি জানান, ঈদের জামাতকে কেন্দ্র করে এরইমধ্যে হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ধুয়ে-মুছে প্যান্ডেল করার কাজ শেষ হয়েছে। সেই সঙ্গে সাউন্ড সিস্টেম বসানোসহ অন্যান্য কার্যক্রমও শেষের পথে।  

জানা গেছে, প্রতিবছরের ন্যায় হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহে বরিশাল সদর আসনের সংসদ সদস্য (এমপি) ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা নামাজ আদায় করার কথা রয়েছে।

এদিকে নগরের আমতলার মোড়স্থ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। এছাড়া নগরের ইউছুমদ্দিন জামে মসজিদের উদ্যোগে নুরিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বড় ঈদের জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে।  

এছাড়া বরিশাল জেলার উজিরপুর উপজেলার গুঠিয়ার দৃষ্টিননন্দ বাইতুল আমান জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। অপরদিকে নগরের প্রাণকেন্দ্র সদররোডের বায়তুল মোকাররম মসজিদ, চকবাজারের এবায়দুল্লাহ মসজিদ ও গীর্জা মহল্লার জামে কশাই মসজিদসহ বেশ কয়েকটি মসজিদে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হবে।  

এছাড়া দক্ষিণাঞ্চলে ঈদের বৃহত জামাত অনুষ্ঠিত হবে বরিশাল সদর উপজেলার চরমোনাই মাদরাসা মাঠে সকাল ৮টায়। সেখানে ঈদের জামাতে ইমামতি করবেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। অপরদিকে পিরোজপুরের নেছারাবাদের ছারছীনা দরবার শরীফ ময়দানে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া আরেক সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হবে ঝালকাঠির এন এইচ কামিল মাদরাসা মাঠে সকাল ৮টায় এবং পটুয়াখালীর মীর্জাগঞ্জ হযরত ইয়ার উদ্দিন খলিফা (রা.) মাজার শরীফে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়।  

বরিশাল মহানগর ইমাম সমিতি জানিয়েছে, নগরের পাঁচ শতাধিক মসজিদে সকাল ৭টা থেকে ১০টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।  

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, জুন ১৫, ২০২৪
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।